বাংলা হান্ট ডেস্কঃ জম্মু কাশ্মীরের (Jammu Kashmir) বডগাম জেলায় সন্ত্রাসীদের সাহায্যকারী লুকিয়ে থাকার খবর পায় ভারতীয় সেনা (Indian Army)। এরপর তৎকাল জওয়ানদের সংযুক্ত টিম তাদের ধরার জন্য অপারেশন শুরু করে দেয়।
তল্লাশি অভিযানের সময় লস্কর-ই-তৈবা এর পাঁচ সাহায্যকারী গ্রেফতার হয়। এই অপারেশন বডগাম পুলিশ, ৫৩ রাষ্ট্রীয় রাইফেল আর সিআরপিএফ এর ১৫৩ ব্যাটেলিয়ন অংশ নেয়।
গুরুত্বপূর্ণ বিষয় হল, এই অপারেশনে জঙ্গিদের এক শীর্ষ সাহায্যকারী জহুর ওয়ানিকে গ্রেফতার করা হয়। তাঁকে জিজ্ঞসাবাদ চালিয়ে আরও একটি জঙ্গি আস্তানার খোঁজ পাওয়া যায়। জঙ্গিরা শরণ নিতে ওই আস্তানা ব্যবহার করত। ওই আস্তানা থেকে হাতিয়ার আর বিস্ফোটক উদ্ধার করা হয়।
ভারতীয় সেনার জওয়ানরা জঙ্গিদের ওই ঠিকানাকে ধ্বংস করে দেয়। জিজ্ঞাসাবাদে জানা যায় যে, ধৃত লস্করের সাহায্যকারী জঙ্গিদের খাদ্য সামগ্রী আর থাকার জায়গার ব্যবস্থা করে দেওয়ার সাথে সাথে যুবদের জঙ্গি খাতায় নাম লেখার উদ্বুদ্ধ কোর্ট তাঁরা।