উলটপুরাণ! ভারতের শত্রুদের পাকিস্তানে করা হচ্ছে নিকেশ, নেপথ্যে “কে”?

বাংলাহান্ট ডেস্ক : আবারো এক জঙ্গি নিকেশ পাকিস্তানে (Pakistan)। গুলিতে প্রাণ হারালেন কুখ্যাত সন্ত্রাসবাদী মৌলানা কাশিফ আলি। সোমবার পাকিস্তানের (Pakistan) খাইবার পাখতুনখাওয়া প্রদেশে গুলি চালিয়ে হত্যা করা হয় তাঁকে। সূত্রের খবর, সোয়াবিতে নিজের বাড়ির দোরগোড়ায় খুন হন কাশিফ আলি। এক অজ্ঞাতপরিচয় বাইক আরোহীর বিরুদ্ধে তাঁকে হত্যার অভিযোগ উঠেছে।

পাকিস্তানে (Pakistan) খতম আরো এক লস্কর-ই-তৈবা জঙ্গি

লস্কর-ই-তৈবার রাজনৈতিক সংগঠন ‘পাকিস্তান মারকাজি মুসলিম লীগ’ (PMML) এর প্রধান ছিলেন কাশিফ আলি। ২০২৪ সালে এই সংগঠন শুরু করেছিলেন ভারতের অন্যতম ‘মোস্ট ওয়ান্টেড’ সন্ত্রাসবাদী হাফিজ সঈদ। রিপোর্ট অনুযায়ী, এদিন নিজের বাড়ির বাইরে গুলিবিদ্ধ হন কাশিফ আলি।

Lashkar-e-Taiba terrorist killed in Pakistan again

পরপর মৃত্যু জঙ্গিদের: এই নিয়ে চারজন লস্কর-ই-তৈবা (Pakistan) জঙ্গির রহস্যজনক পরিস্থিতিতে মৃত্যুর খবর মিলেছে। চারজনকেই হত্যা করা হয়েছে বলে অভিযোগ। এর মধ্যে দুজন সড়ক দুর্ঘটনায় মারা গিয়েছেন বলে জানা গিয়েছে। কাশিফকে হত্যার পরেই দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন ওই অজ্ঞাতপরিচয় ব্যক্তি।

আরো পড়ুন : মোড় ঘোরানো টুইস্ট এনেও উঠল না TRP, জল্পনা সত্যি করে ফুরোচ্ছে এই সিরিয়াল!

ক্ষোভ ছড়িয়েছে জঙ্গি সংগঠনে: বস্তুত, এই বাইক আরোহী কার্যত মূর্তিমান ত্রাস হয়ে উঠেছে পাকিস্তানের (Pakistan) সন্ত্রাসবাদীদের। কে ওই বাইক আরোহী, যিনি স্বয়ংক্রিয় বন্দুক দিয়ে হত্যা করলেন কাশিফ আলিকে? হত্যাকারীর পরিচয় এখনো পাওয়া যায়নি। তবে পরপর জঙ্গিদের মৃত্যুতে পাকিস্তান (Pakistan) সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছে লস্কর-ই-তৈবা সংগঠন।

আরো পড়ুন : পুরস্কারের নামে “টালবাহানা”, জি বাংলা সোনার সংসারে অপমানিত বেঙ্গল টপার মেগা! গুরুতর অভিযোগ দর্শকদের

যত দ্রুত সম্ভব গ্রেফতার করতে হবে কাশিফের হত্যাকারীকে, এমনি দাবি জানিয়ে সুর চড়িয়েছে লস্কর-ই-তৈবা। কাশিফ আলির হত্যাকাণ্ড পাকিস্তানের সন্ত্রাসবাদী সংগঠনগুলির ভয় বাড়িয়ে তুলেছে। তবে বিশৃঙ্খলা চরমে উঠলেও এ বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি পাক সরকার।

Niranjana Nag
Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

সম্পর্কিত খবর