কিছুদিন আগে শ্রীলঙ্কান কিংবদন্তী পেসার লাসিথ মালিঙ্গা জানিয়েছেন যে আগামী বছর অস্ট্রেলিয়ার মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার পরে তিনি সমস্ত ধরনের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর গ্রহণ করবেন। কিন্তু এখন তিনি ফের তার সিদ্ধান্ত বদলের ঘোষণা করলেন। অবসরের সিদ্ধান্ত থেকে সরে এসেছে মালিঙ্গা জানিয়েছেন যে এখনও তিনি দুবছর অনায়াসে মাঠ কাঁপিয়ে যেতে পারেন।
একটি সাক্ষাৎকারে মালিঙ্গা জানিয়েছেন যে টি-টোয়েন্টি ক্রিকেটে মাত্র চার ওভার বোলিং করতে হয় একটা বোলার কে। আর এই মুহূর্তে আমার যে ফিটনেস রয়েছে তাতে এখন আমি অনায়াসে বল করে যেতে পারি। অপরদিকে তিনি বলেন যে অধিনায়ক হিসাবে আমি বলতে পারি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে আমার যা অভিজ্ঞতা রয়েছে তাতে এখনো দুবছর অনায়াসে আমি ক্রিকেট খেলা চালিয়ে যেতে পারি।
প্রসঙ্গত উল্লেখ্য, শ্রীলঙ্কান ক্রিকেট দলের অধিনায়ক হিসেবে পুনঃনির্বাচিত হয়েছেন লাসিথ মালিঙ্গা কিন্তু অধিনায়ক হিসেবে সেই রকম সফল নন তিনি। মালিঙ্গার অধিনাকত্বে মোট দশটি আন্তর্জাতিক ম্যাচ খেলেছে শ্রীলঙ্কা, তার মধ্যে শ্রীলঙ্কা জিতেছে মাত্র একটিতে অপর দিকে আটটি ম্যাচে হারতে হয়েছে শ্রীলঙ্কা দলকে। এবং একটিতে ড্র করেছে তারা।