বাংলা হান্ট ডেস্ক: কিছু দিন আগেই স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (State Bank Of India) ১,৪০০ টিরও বেশি শূন্যপদে নিয়োগের জন্য একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল। ইতিমধ্যেই এই সংক্রান্ত আবেদনের প্রক্রিয়া বেশ কয়েকদিন ধরে চলছে। এমতাবস্থায়, আবেদনের শেষ তারিখও খুব কাছেই চলে এসেছে। তাই, যেসব ইচ্ছুক প্রার্থী এখনও আবেদন করতে পারেননি, তাঁরা আর সময় নষ্ট না করে এখনই আবেদন করে ফেলুন। এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, SBI-এর এই পদগুলির জন্য আবেদন করার ক্ষেত্রে শেষ তারিখ হল আগামী ১০ জানুয়ারি ২০২৩। মূলত, এই নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে অবসরপ্রাপ্ত অফিসারদের মোট ১,৪৩৮ টি পদ পূরণ করা হবে।
জেনে নিন আবেদন সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য: SBI-এর এই পদগুলিতে শুধুমাত্র অনলাইনে আবেদন করা যাবে। অর্থাৎ আপনি স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইট sbi.co.in-এ গিয়েই আবেদন করতে পারবেন। পাশাপাশি, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার এই পদগুলির জন্য আবেদনের প্রক্রিয়া গত ২২ ডিসেম্বর ২০২২ থেকে চলছে। আবেদনের ক্ষেত্রে শেষ তারিখ হল আগামী ১০ জানুয়ারি ২০২৩।
এদিকে, SBI-এর অবসরপ্রাপ্ত আধিকারিক/কর্মচারীরা এবং SBI-এর পূর্ববর্তী সহযোগী ব্যাঙ্কের কর্মচারীরা এই শূন্যপদগুলির জন্য আবেদন করতে পারেন। পাশাপাশি, এই পোস্টগুলি সম্পর্কে বিস্তারিত তথ্য পেতে sbi.co.in/careers-এই ওয়েবসাইটটিতে যেতে পারেন।
উল্লেখ্য যে, SBI-এর অবসরপ্রাপ্ত অফিসাররা এই শূন্যপদগুলির জন্য আবেদন করলেও সেক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতার কোনো মানদণ্ড নেই। মূলত, প্রার্থীর এই ক্ষেত্রে অভিজ্ঞতা এবং সংশ্লিষ্ট এলাকায় কাজ করার ক্ষমতা থাকতে হবে। অর্থাৎ, পদ অনুযায়ী দক্ষতা ও যোগ্যতা প্রয়োজন। এমতাবস্থায়, ৬০ বছর বয়সে ব্যাঙ্ক থেকে অবসর নেওয়া কর্মচারীরা এখানে আবেদন করতে পারবেন।
এদিকে, এই পদগুলিতে নির্বাচিত হওয়ার জন্য প্রার্থীদের কোনো পরীক্ষা দিতে হবে না। প্রথমে তাদের বাছাই করা হবে। এরপর নির্বাচিত প্রার্থীদের ইন্টারভিউ সম্পন্ন হবে। ইন্টারভিউটি হবে মোট ১০০ নম্বরের। এর পাসিং মার্ক ব্যাঙ্ক দ্বারা নির্ধারিত হবে। তারপরই প্রার্থীদের মেধা তালিকা তৈরি করা হবে। এমতাবস্থায়, একাধিক প্রার্থী একই নম্বর পেলে কম বয়সী প্রার্থীদেরকে গুরুত্ব দেওয়া হবে। প্রার্থীরা পদ অনুযায়ী বেতন পাবেন। কেরানি পদের জন্য বেতন হল ২৫,০০০ টাকা। পাশাপাশি, JMGS-I এর জন্য বেতন হল ৩৫,০০০ টাকা। এছাড়াও, MMGS-II এবং MMGS-III পদের জন্য বেতন হল ৪০,০০০ টাকা।