DJ-র তালে ঠাকুমাকে কাঁধে করে শ্মশানে নিয়ে গেল নাতি, চলল উদ্যাম নৃত্য! ভাইরাল ভিডিও

বাংলা হান্ট ডেস্কঃ বাড়ির কেউ প্রয়াত হলে সবাই শোক প্রকাশ করে। কিন্তু উল্টো চিত্র ধরা পড়ল মালদহে। সেখানকার মানিকচক থানার গোয়ালপাড়া এলাকায় মৃত ঠাকুমার দেহ কাঁধে তুলে নাচতে নাচতে ঘাটে নিয়ে গেল শ্মশানযাত্রীরা। ডিজের তালে বাজছিল ‘হেলে দুলে যাব শ্মশান ঘাটে” গান। সোশ্যাল মিডিয়ায় এই শবযাত্রার ভিডিও তুমুল হারে ভাইরাল (Viral Video) হচ্ছে।

জানা গিয়েছে যে, ঠাকুমা ১০৫ বছর পর্যন্ত জীবিত ছিলেন। আর সেই কারণেই তাঁর মৃত্যুতে পরিবারের লোকজন শোকের বদলে আনন্দ উদযাপন করছে। ডিজে বাজিয়ে, আবির খেলে তাঁকে শ্মশান ঘাটে নিয়ে জাছে আত্মীয় আর পাড়া প্রতিবেশীরা।

মঙ্গলবার বার্ধক্যজনিত রোগের কারণে প্রয়াত হন ১০৫ বছর বয়সী রোহিলা ঘোষ। এরপরই তাঁকে বাশের দোলার পালঙ্ক করে শ্মশানের উদ্দেশ্যে নিয়ে যায় পরিবারের সদস্যরা। শবযাত্রায় ছিল ব্যান্ড পার্টি, খোল করতাল। সবশেষে ছিল ডিজের আয়োজন। আর সেখানেই বাজছিল আধুনিক নাচের গান। সেই ডিজের তালে উদ্দাম নৃত্য করছিল শ্মশান যাত্রীরা। খেলা হচ্ছিল আবিরও।

মৃত রোহিলা ঘোষের নাতি মানিক ঘোষ জানান, দীর্ঘ ১০৫ বছর বেঁচেছিলেন ঠাকুমা। দিব্যি সুখে শান্তিতে সংসার করেছেন। আর এই কারণে আমরা ওনার মৃত্যুতে শোক প্রকাশ করতে চাইনি। উনি নিজের জীবন খুব ভালো মতো কাটিয়েছেন। সেই জন্য ওনার শেষ যাত্রায় এই এলাহি আয়োজন করা হয়েছিল।

এক প্রতিবেশী জানান, ওনার বয়স এত হলেও উনি সবার সঙ্গে মিলেমিশে থাকতেন। সবাই ওনাকে খুব ভালোওবাসত। আর এই কারণেই ওনার শেষ যাত্রায় পাড়ার সবাই অংশ নিয়েছে আর আনন্দও করেছে। ওনার মৃত্যুতে শোক থাকলেও সবার মনে এটাই ছিল যে, উনি নিজের জীবন খুব ভালোমতোই কাটিয়েছেন। সেই কারণে সবাই আনন্দ করেছেন আর ওনার আত্মার শান্তি কামনা করেছেন।

Avatar
Koushik Dutta

সম্পর্কিত খবর