চিকিৎসকের গানে চোখে জল ঋষি কাপুরের, ভাইরাল অভিনেতার প্রয়াণের আগের দিনের ভিডিও

বাংলাহান্ট ডেস্ক: হাসপাতালের বেডে শুয়ে রয়েছেন অসুস্থ ঋষি কাপুর (Rishi kapoor)। তাঁর বেডের পাশে বসে তাঁরই ছবির গান (song) গেয়ে শোনাচ্ছেন এক তরুণ চিকিৎসক। বর্ষীয়ান অভিনেতার প্রয়াণের আগের দিনের এই ভিডিও সম্প্রতি প্রকাশ‍্যে এসেছে। চিকিৎসকের গলায় নিজের ছবির গান শুনে আবেগাপ্লুত হয়ে পড়েন ঋষি। তাঁর মাথায় হাত দিয়ে আশীর্বাদও করতে দেখা যায় অভিনেতাকে।
প্রখ‍্যাত তারকা ফটোগ্রাফার মানব মঙ্গলানি নিজের ইনস্টাগ্রাম হ‍্যান্ডেলে শেয়ার করেছেন এই ভিডিও। ভিডিওতে দেখা যাচ্ছে হাসপাতালে ঋষি কাপুরের বেডের পাশে বসে এক তরুণ চিকিৎসক তাঁর ছবির ‘তেরে দর্দ সে দিল আবাদ রহা’ গানটি গেয়ে শোনাচ্ছেন।

rishi kapoor

এই ভিডিও এখন রীতিমতো ভাইরাল সোশ‍্যাল মিডিয়ায়। এই গান ‘দিওয়ানা’ ছবির। ঋষি কাপুর ছাড়াও এই ছবিতে ছিলেন শাহরুখ খান ও দিব‍্যা। ছবির পরিচালনার দায়িত্বে ছিলেন খোদ রাজ কাপুর।

https://www.instagram.com/tv/B_meQrDAQ6p/?igshid=148wu7rex0hwq

শোনা গিয়েছে, মুম্বইয়ের যে হাসপাতালে ভর্তি ছিলেন ঋষি কাপুর সেখানকার চিকিৎসক, নার্সদের শেষ মুহূর্ত পর্যন্ত হাসানোর চেষ্টা করে গেছেন। আজ সকালে মুম্বইয়ের এইচএন রিলায়েন্স ফাউন্ডেশন হাসপাতালে শেষ নিঃশ্বাস ত‍্যাগ করেন তিনি। মৃত‍্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৭ বছর। গতকাল রাতেই অসুস্থ ঋষি কাপুরকে ভর্তি করা হয়েছিল হাসপাতালে। আজ সকালেই আসে তাঁর মৃত‍্যু সংবাদ। ভাই রণধীর কাপুর ভারাক্রান্ত হৃদয়ে প্রথম শোনান এই খবর।

Niranjana Nag

সম্পর্কিত খবর