২৮ দিন পর সুস্থ হয়ে বাড়ি ফিরলেন লতা মঙ্গেশকর

বাংলাহান্ট ডেস্ক: দীর্ঘ ২৮ দিন পর সম্পূর্ণ সুস্থ হয়ে বাড়ি ফিরলেন সুরসম্রাজ্ঞী লতা মঙ্গেশকর। শ্বাসকষ্টের দরুণ এতদিন মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। গত ৮ ডিসেম্বর, রবিবার সুস্থ হয়ে নিজের বাসভবনে ফিরে আসেন কিংবদন্তী গায়িকা।

lata mangeshkar hospital main 0

বাড়ি ফিরেই সোশ্যাল মিডিয়ায় একটি আবেগঘন পোস্ট করে অগণিত ভক্তদের উদ্দেশে ধন্যবাদ জানান লতাজি। ট্যুইটে তিনি লেখেন, “নমস্কার। নিউমোনিয়ার জন্য গত ২৮ দিন ধরে আমি ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি ছিলাম। চিকিৎসকরা আমাকে সম্পূর্ণ সুস্থ করে তারপরেই বাড়ি ছাড়তে চেয়েছিলেন। মা, বাবার আশীর্বাদে আমি আজ সুস্থ হয়ে বাড়ি ফিরে এসেছি। সকলের প্রার্থনা ও শুভ কামনার জন্য আমি কৃতজ্ঞ। আপানাদের শুভ কামনার জন্যই আমি সুস্থ হয়ে বাড়ি ফিরে এসেছি। সকলকে মাথানত করে ধন্যবাদ জানাতে চাই। ব্রিচ ক্যান্ডি হাসপাতালের সব চিকিৎসকরা ভীষণ যত্ন করেছেন আমার। তাঁদের প্রতি আমি কৃতজ্ঞ। নার্সরা সত্যিই খুব খেয়াল রেখেছেন আমার। আবারও ধন্যবাদ।”

হাসপাতালে তাঁর চিকিৎসকদেরও ধন্যবাদ জানিয়েছেন লতা মঙ্গেশকর। ‘ছোট বোন’ সুস্থ হয়ে ওঠায় আনন্দে আত্মহারা বর্ষীয়ান অভিনেতা দিলীপ কুমার। ট্যুইট বার্তায় নিজের আনন্দ ব্যক্ত করেছেন তিনি। লিখেছেন, “আমার ‘ছোট বোন’ লতা এখন আগের থেকে অনেক সুস্থ এবং বাড়িও ফিরে এসেছে। এই সুখবরটা পেয়ে আনন্দ ধরে রাখতে পারছিনা। নিজের যত্ন নিও।” পাশাপাশি লতাজির সঙ্গে নিজের একটা পুরোনো ছবিও শেয়ার করেছেন অভিনেতা।

https://twitter.com/TheDilipKumar/status/1203723615193034752

সাত দশক ধরে ২০টি ভাষায় ২৫০০০ এরও বেশি গানে শোনা গিয়েছে ‘নাইটিঙ্গেল অফ ইন্ডিয়া’র কণ্ঠ। তিনি সুস্থ থাকুন, দীর্ঘজীবী হন, এটাই কাম্য।

Niranjana Nag

সম্পর্কিত খবর