বাংলাহান্ট ডেস্ক: ‘মঙ্গলদীপ জ্বেলে অন্ধকারে দুচোখ আলোয় ভরো প্রভু’, গৌরীপ্রসন্ন মজুমদারের লেখা গানটি শোনেননি এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর। সুরসম্রাজ্ঞী লতা মঙ্গেশকরের (Lata Mangeshkar) কণ্ঠে গানটি এত বছর পরেও একই রকম জনপ্রিয় রয়েছে সঙ্গীতপ্রেমীদের মাঝে। কিন্তু জানেন কি, এই গানটি সম্পূর্ণ বিনামূল্যে গেয়েছিলেন লতা মঙ্গেশকর? একটি পয়সাও নেননি তিনি প্রযোজকের থেকে।
‘মঙ্গলদীপ জ্বেলে’ গানটি শোনা গিয়েছিল ‘প্রতিদান’ ছবিতে। জাতীয় পুরস্কারপ্রাপ্ত পরিচালক প্রভাত রায়ের (Prabhat Roy) ছবিটি মুক্তি পেয়েছিল ১৯৮৩ সালে। ছবিতে অভিনয় করেছিলেন শর্মিলা ঠাকুর, নাসিরুদ্দিন শাহ, ভিক্টর বন্দ্যোপাধ্যায়, লিলি চক্রবর্তীর মতো অভিনেতা অভিনেত্রীরা। ছবির গানে সুর দিয়েছিলেন বাপ্পি লাহিড়ী।
জান যায়, মঙ্গলদীপ জ্বেলে গানটি গাইতে এসে পরিচালককে দেখেই আর কোনো টাকা পয়সা নিতে অস্বীকার করেছিলেন সুরসম্রাজ্ঞী। কিন্তু কেন? আসলে প্রতিদান ছিল প্রভাত রায় পরিচালিত প্রথম ছবি। তার আখে মুম্বইয়ে কাজ করতেন তিনি। পরিচালক শক্তি সামন্তর সঙ্গে সহ পরিচালক হিসাবে কাজ করতেন তিনি।
সেই প্রভাত রায়কে কলকাতায় দেখে চমকে গিয়েছিলেন লতা মঙ্গেশকর। পরে বাপ্পা লাহিড়ীর কাছে সবটা শুনে যেচে জানতে চেয়েছিলেন ছবির কাহিনি। পরিচালকের মুখে কাহিনি শুনে শুধুই প্রশংসাই করেননি তিনি, গানটি রেকর্ড করার পর কোনো রকম পারিশ্রমিক নিতেও অস্বীকার করেছিলেন লতা মঙ্গেশকর।
তিনি বলেছিলেন, একজন সহ পরিচালক, যাকে তিনি চেনেন, এটা তাঁর পরিচালিত প্রথম ছবি। তাই কোনো পারিশ্রমিক নেওয়া তাঁর পক্ষে সম্ভব নয়। ‘মঙ্গলদীপ জ্বেলে’ গানটি তৈরিও হয়েছিল অদ্ভূত ভাবে। জানা যায়, মুম্বইয়ের জুহু বিচে বেড়ানোর সময়ে হঠাৎ করেই প্রভাত রায়ের কাছে কাগজ চেয়েছিলেন গৌরীপ্রসন্ন মজুমদার। কাগজের অভাবে বিচে পড়ে থাকা একটি খালি সিগারেটের প্যাকেটে গানটি লিখে দিয়েছিলেন তিনি।