কৃষক আন্দোলন নিয়ে বিদেশী প্রপোগান্ডার বিরুদ্ধে গর্জে উঠলেন লতা মঙ্গেশকর এবং সৌরভ

Last Updated:

বাংলা হান্ট ডেস্কঃ কৃষক আন্দোলনের আগুন বলিউড থেকে শুরু করে হলিউড পর্যন্ত ছড়িয়ে গিয়েছে। হলিউডের গায়কা রিহানা, সোশ্যাল অ্যাক্টিভিস্ট গ্রেটা থানবার্গ আর প্রাক্তন নীল ছবির তারকা মিয়াঁ খালিফা কৃষকদের সমর্থনে ট্যুইট করেছেন। হলিউড স্টারদের ট্যুইটের পর একদিকে যেমন বলিউডের তামাম তারকারা সরকারের সমর্থন করেছেন, তেমনই এবার বিদেশী শক্তিদের বিরুদ্ধে মাঠে নেমেছেন সচিন তেন্দুলকর, সৌরভ গাঙ্গুলি, অনিল কুম্বলে, ভিরাট কোহলি, রাহুল দ্রাবিড়, শিখর ধাওয়ানের মতো ক্রিকেটাররা।

যদিও সৌরভ গঙ্গোপাধ্যায় কৃষকদের সমর্থনে নিজে কিছু বলেন নি, তিনি সচিন তেন্দুলকর, অনিল কুম্বলেদের ট্যুইটটিকে রিট্যুইট করে সমর্থন জানিয়েছেন। আরেকদিকে, ভারতকে ঐক্যবদ্ধ থাকার আবেদন জানিয়েছেন ভারত রত্ন প্রাপ্ত গায়িকা লতা মঙ্গেশকরও। এছাড়াও ব্যামিন্টন প্লেয়ার সাইনা নেহওয়ালও বিদেশী শক্তির বিরুদ্ধে ভারতীয়দের এক থাকার আবেদন করেছেন।

সচিন তেন্দুলকর ট্যুইট করে লিখেছেন, ‘ভারতের সার্বভৌমত্ব নিয়ে আপস করা যায় না। বাহ্যিক বাহিনী দর্শক হতে পারে তবে অংশগ্রহণকারী হতে পারে না। ভারতীয়রা ভারতকে জানে এবং ভারতের পক্ষে সিদ্ধান্ত নিতে পারে। আসুন আমরা জাতি হিসাবে ঐক্যবদ্ধ হই।।”

শিখর ধাওয়ান একটি ট্যুইটে লেখেন, ‘ আসুন এমন এক সমাধানে পৌঁছাই যা আমাদের মহান দেশকে উপকৃত করবে এই মুহুর্তে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আসুন আমরা এক হয়ে আরও ভাল এবং উজ্জ্বল ভবিষ্যতের দিকে একসাথে এগিয়ে যাই।”

 

X