বাংলা হান্ট ডেস্কঃ বলিউডের (Bollywood) বিখ্যাত অভিনেতা ইরফান খান (Irrfan Khan) এই বছরের এপ্রিল মাসে প্রয়াত হন। ইরফানের ভক্তরা আজও ওনাকে স্ম্রন করে। চলচ্চিত্র জগতে ওনার অবদান কখনো ভোলার মতন না। সম্প্রতি ইরফানের বন্ধু তথা চলচ্চিত্র নির্মাতা চন্দন রায় সান্ন্যাল ইরফানকে স্মরণ করতে ওনার কবরে যান। আর সেখান থেকে ফিরে আসার পর তিনি নিজের অভিজ্ঞতা সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নেন।
চন্দন দুটি ছবি শেয়ার করেন, যেখানে একটি ছবি ছিল কবরস্থানের প্রবেশ দ্বারের আরেকটি ছবি ছিল প্রয়াত অভিনেতা ইরফান খানের কবরের। উনি ওই ছবির ক্যাপশনে লেখেন, ইরফানকে কাল থেকে খুব মনে করছিলাম। বিগত চার মাসে একবারও তাঁর কবরে আসতে পারিনি। আজ এসেছি, ও একা বিশ্রাম নিচ্ছে, আর সেখানে গাছপালা ছাড়া আর কিছুই নেই। শুধু শান্তি আছে। আমি ওর জন্য কয়েকটি রজনীগন্ধা দিয়েছি, আর অর আশীর্বাদ নিয়ে এসেছি।
জানিয়ে দিই, ইরফান খানকে মুম্বাইয়ের বার্সোবা কবরস্থানে দফন করা হয়েছে। ইরফানের মৃত্যুর সময় কয়েকজন ঘনিষ্ঠ বন্ধু আর ওনার পরিবারের মানুষই শেষকৃত্যে অংশ নিতে পেরেছিল। ইরফান খান বলিউডের সাথে সাথে হলিউডেও কাজ করেছেন। আর বহু বছরের সংঘর্ষের পর তিনি নিজেকে একজন সফল অভিনেতা হিসেবে সবার সামনে আনতে পেরেছিলেন।
Was missing irrfan since yesterday, beating myself for not having gone to his tomb for 4 months. Today i went ,there he was resting alone with no-one around with plants. In silence. I left him some Rajnigandha and took a piece of him back with his blessings. So long #IrrfanKhan pic.twitter.com/3xzoAS7zzZ
— CRS (@IamRoySanyal) September 20, 2020
করোনার কারণে ইরফানের শেষকৃত্যে তাঁর ভক্তরা অংশ নিতে পারেনি। ২৯ এপ্রিল ২০২০ সালে ইরফান বিদায় জানান আর ওনার মৃত্যুর একদিন পরেই বলিউডের আরেকটি নক্ষত্র ঋষি কাপুরও প্রয়াত হন। পরপর দুটি নক্ষত্রের পতনে বলিউডে শকের ছায়া নেমে এসেছিল। ইরফান খান, ঋষি কাপুর ছাড়াও আরও অনেক বড়বড় বলিউড তারকারা এবছর আমাদের ছেড়ে বিদায় নেন।