বাংলা হান্ট ডেস্ক : বাংলা সিনেমার কিংবদন্তি অভিনেতা তাপস পাল (Tapas Paul)। মৃত্যুর পরেও নিজের কাজের মধ্যে দিয়েই জীবিত রয়েছেন এই অভিনেতা (Tapas Paul)। দেখতে দেখতে ৫ বছর হয়ে গেল তিনি আর নেই। ৬১ বছর বয়সেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বাংলা সিনেমার ‘সাহেব’। একটা সময় তাঁর (Tapas Paul) হাত ধরেই একাধিক সুপারহিট বাংলা সিনেমা উপহার পেয়েছেন দর্শক।
তাপস পালের (Tapas Paul) জন্মদিনে স্ত্রী নন্দিনীর খোলা চিঠি
তাঁর অভিনীত বেশ কিছু চরিত্র আজও চোখে লেগে রয়েছে বাংলা সিনেমার দর্শকদের। বিশেষ করে ‘দাদার কীর্তি’র কেদার থেকে ‘সাহেব’ কিংবা অরূপ ভূতনাথের মত চরিত্রগুলো আজও মনে রেখেছেন দর্শক। তাঁর মৃত্যুর পর চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলেছিলেন স্ত্রী নন্দিনী মুখোপাধ্যায় পাল। স্বামীর অকাল মৃত্যুর পর একমাত্র মেয়ে সোহিনীকে আঁকড়ে ধরেই এখন দিন কাটছে নন্দিনীর।
গতকাল রবিবার অর্থাৎ ২৯ সেপ্টেম্বর ছিল এই প্রয়াত অভিনেতার জন্মদিন। তাই এই বিশেষ দিনেই স্বামীর উদ্দেশ্যে সোশ্যাল মিডিয়ায় খোলা চিঠি লিখেছিলেন নন্দিনী। যা পড়তে পড়তেই অজান্তেই ভিজে উঠবে চোখের কোণ।
চিঠিতে কি লিখেছেন নন্দিনী (Nandini Mukherjee Paul)?
‘মনে হয় এই তো সেদিনের কথা, তবে ক্যালেন্ডার বলে পাঁচ বছর হয়ে গেল আমি তোমাকে দেখিনি। খুব বাজেভাবে মিস করি তোমায়। তোমায় ছাড়া জীবনটা আর আগের মতো নেই। তবে সময় তো আর থেমে থাকে না। এগিয়ে চলে নিজের ছন্দে। তাই সেইসাথে এগিয়ে যেতে হয় আমাদেরও। অদ্ভুত এক অসহায় অবস্থা। তবে তুমি আমার জীবনের আলো, এভাবেই আলোকিত হতে থাকো সব সময়।’
আরও পড়ুন : বুড়ো হাড়ে ভেলকি! ভারতীয় সিনেমায় অবদানের জন্য ‘দাদাসাহেব ফালকে’ পাচ্ছেন মিঠুন চক্রবর্তী
সেইসাথে নিজের মনের কথা উজাড় করে দিয়ে প্রয়াত স্বামীর উদ্দেশ্যে নন্দিনী লিখেছেন, ‘তোমার আত্মা হয়তো চলে গিয়েছে, কিন্তু তোমার অংশ এখনও আমার সাথেই রয়েছে। সেই কারণে আমি আজও দু’পায়ে দাঁড়াতে পারছি। এখন আমি আমাদের মেয়ের হাত ধরেই সব পরিস্থিতির মোকাবিলা করি। এমন এক দিনও নেই যেখানে আমি তোমাকে উদযাপন করি না। তবে আজকের দিনটা একটু বেশিই স্পেশ্যাল।’
আর শেষে তিনি লিখেছেন, ‘আমি জানি তুমি যেখানে আছো সেখানে তোমার সঙ্গে তোমার প্রিয় মানুষরাই রয়েছেন। তাঁদের হাসিমাখা মুখগুলো দেখতে পাচ্ছ তুমি। ভাল থেকো ওই মেঘ-তারাদের দেশে। প্রতি রাতে তোমার সঙ্গে আমার এভাবেই দেখা হবে। আমি জানি আকাশে ওঠা সবচেয়ে উজ্জ্বল ওই তারাটা তুমি। আমার শক্তি হওয়ার জন্য তোমায় ধন্যবাদ। হ্যাপি বার্থডে হাসব্যান্ড, প্রণাম নিও।’