প্রকাশ্যে এল অযোধ্যার রাম মন্দিরের সর্বশেষ ছবি! সৌন্দর্য দেখে অবাক সকলে, রইল বিস্তারিত তথ্য

বাংলাহান্ট ডেস্ক : যুদ্ধকালীন তৎপরতায় কাজ চলছে রাম মন্দিরের (Ram Mandir construction work)। অযোদ্ধার রাম নগরীরে রামলালার মন্দির ধীরে ধীরে নিজস্ব আকার নিতে শুরু করেছে। এবার প্রকাশ্যে এল নির্মীয়মান রাম মন্দিরের তাজা ছবি। এই ছবিটি শেয়ার করেছেন শ্রী রাম জন্মভূমি তীর্থ ক্ষেত্র ট্রাস্টের মহাসচিব চম্পত রাই (Champat Rai)। জানা যাচ্ছে, রাম মন্দিরের প্রথম তলে ১৬৬টি স্তম্ভ লাগানো হবে। প্রত্যেকটি স্তম্ভের উচ্চতা হবে ২০ ফুট করে। গর্ভগৃহ সহ পুরো মন্দির একটি ছদের তলায় থাকবে।

জানা যাচ্ছে, ভগবান রাম লালার মন্দিরের ভূতলের কাজ সম্পন্ন হবে ২০২৩ সালের মধ্যেই। শ্রী রাম জন্মভূমি তীর্থ ক্ষেত্র ট্রাস্টের মহাসচিব চম্পত রাই সর্ব শেষ এই ছবিটি শেয়ার করেছেন। রাম মন্দিরের নির্মান কার্য কতটা হয়েছে সেই বিষয়ে সময়ে সময়ে ছবি প্রকাশ্যে আনা হয়। ঘোষণা করা হয় নির্মান কতটা সম্পূর্ণ হয়েছে এবং আর কতটা বাকি রয়েছে।

মন্দির কর্তৃপক্ষ সূত্রে খবর মন্দিরের সুরক্ষার জন্য এর চারিদিকে উঁচু পাঁচিল তৈরি করা হবে। এই পাঁচিল প্রায় ১৪ ফুট চওড়া হবে। এই পাঁচিলের আকৃতি হবে আয়তকার। যাতে ভক্তবৃন্দ খুব সহজেই মন্দির প্রদক্ষিণ করতে পারেন। শুধু তাই নয়, পাঁচিলের ৪ কোণে ৪টি মন্দিরও তৈরি করা হবে বলে জানা যাচ্ছে। পাঁচিলে চিত্রিত হবে প্রভু শ্রী রামের জীবনের নানা কাহিনী। প্রায় ১৫০ টি ছবি আঁকা হবে বলে খবর। এই দেওয়ালের দৈর্ঘ্য হবে প্রায় ৮০০ মিটার।

নির্মীয়মান শ্রী রামলালার মন্দির ঘিরে দেশ জুড়ে রাম ভক্তদের উৎসাহ চোখে পড়ার মতো। প্রত্যেকেই জানতে আগ্রহী কতটা তৈরি হয়েছে মন্দির আর কতটাই বা বাকি রয়েছে। রাম মন্দির তৈরিতে রাজস্থানের বিখ্যাত পাথরের ব্যাবহার হচ্ছে। মন্দিরের বেশ কয়েকটি অংশ তৈরি হয়েছে রাজস্থানে। এই মন্দিরকে সুসজ্জিত করার জন্য সমস্ত রকম চেষ্টাই করা হচ্ছে। আধুনিক পদ্ধতিতে তৈরি এই মন্দির ভারতের এক দর্শনীয় স্থান হবে বলেই মনে করছে আপামর ভক্তবৃন্দ।


Sudipto

সম্পর্কিত খবর