TRP তালিকায় বিরাট অঘটন! কথার কাছে হেরে ভূত পর্ণা, কত নম্বর পেল জগদ্ধাত্রী?

বাংলা হান্ট ডেস্ক : সময়ের সাথে বদলে যাচ্ছে বাংলা সিরিয়ালের ট্রেন্ড। সেইসাথে বদল আসছে ধারাবাহিকের গল্পেও। চ্যানেলে চ্যানেলে এখন নতুন নায়িকাদের ভিড়। স্টার জলসা থেকে জি বাংলা প্রত্যেকটি চ্যানেলে এখন একই ছবি। প্রতিটি সিরিয়ালের মধ্যেই চলে সেরা হওয়ার লড়াই। যা স্পষ্ট বোঝা যায় সাপ্তাহিক টার্গেট রেটিং পয়েন্ট (Target Rating Point) অর্থাৎ  টিআরপি (TRP) তালিকা থেকে।

বাংলা সিরিয়ালের সাপ্তাহিক টিআরপি (Target Rating Point) তালিকা

প্রত্যেক সপ্তাহের মতো চলতি সপ্তাহেও আজ অর্থাৎ বৃহস্পতিবারই এসে গেল বাংলা সিরিয়ালের হাতে গরম টিআরপি (Target Rating Point)। আর এই সপ্তাহে টিআরপি (Target Rating Point) তালিকায় ঘটে গিয়েছে এক বিরাট অঘটন। সমস্ত হিসেব-নিকেশ ওলট-পালট করে দিয়েই এবার টিআরপি (Target Rating Point) তালিকায় একেবারে প্রথম স্থান ছিনিয়ে  নিয়েছে স্টার জলসার (Star Jalsha) ‘কথা’ (Kotha)।

   

এই ধারাবাহিকের নায়ক নায়িকা সাহেব ভট্টাচার্য এবং সুস্মিতা দে’র অনস্ক্রিন রোম্যান্স দারুন মনে ধরেছে বাংলা সিরিয়ালের দর্শকদের। তাই কথা-এভির  রসায়নের সামনে চলতি সপ্তাহে একেবারে মুখ থুবড়ে পড়েছে জি বাংলার (Zee Bangla) ‘নিম ফুলের মধু’র (Neem Phooler Madhu) পর্ণা (Parna)। ধীরে ধীরে এই সিরিয়ালটির প্রতি দর্শকরা যে আগ্রহ হারাতে শুরু করেছেন এই সপ্তাহে টিআরপি তালিকাই যেন তার প্রমাণ।

আরও পড়ুন : ‘খাদান’-এর টিজারেই ঝড় তুললেন দেব! কপালে তিলক আর খোল বাজিয়ে নতুন অবতারে যীশু

অন্য দিকে গত সপ্তাহের তুলনায় চলতি সপ্তাহের  টিআরপি তালিকার অনেকটাই ওপরের দিকে উঠে এসেছে জগদ্ধাত্রীর স্কোর। জানা যাচ্ছে এই সপ্তাহে ‘কথা’ শুধু ‘জগদ্ধাত্রী’কে হারিয়ে স্লট লীডই করেনি, সেইসাথে ৭.৪. নিয়ে টিআরপি তালিকায় প্রথম স্থান দখল করে বেঙ্গল টপার হয়েছে টিআরপি তালিকায়।আর কথার পরেই এই সপ্তাহে যৌথভাবে ৬.৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থান দখল করেছে জি বাংলার ‘ফুলকি’ এবং স্টার জলসার ‘গীতা এলএলবি’।

Bengali Serial 3

তারপরেই ৬.৩ স্কোর নিয়ে তৃতীয় স্থানে রয়েছে নিম ফুলের মধু। আর ৬.২ রেটিং নিয়ে চতুর্থ স্থানে রয়েছে স্টার জলসার উড়ান। আর ৫.৯ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে রয়েছে জি বাংলার কোন গোপনে মন ভেসেছে। আর এই সপ্তাহে ৫.৮ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে উঠে এসেছে এককালের বেঙ্গল টপার ধারাবাহিক ‘জগদ্ধাত্রী’।

আসুন একনজরে দেখে নেওয়া যাক সাপ্তাহিক টিআরপি তালিকা –

প্রথম – কথা ৭.৪

দ্বিতীয় – ফুলকি এবং গীতা LLB ৬.৬

তৃতীয় – নিম ফুলের মধু ৬.৩

চতুর্থ – উড়ান ৬.২

পঞ্চম – কোন গোপনে মন ভেসেছে ৫.৯

ষষ্ঠ – জগদ্ধাত্রী ৫.৮

সপ্তম – রোশনাই । শুভ বিবাহ ৫.৭

অষ্টম – বধূয়া ৫.৫

নবম – ডায়মন্ড দিদি জিন্দাবাদ ৫.৪

দশম – কে প্রথম কাছে এসেছি ৪.৫

Anita Dutta
Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর