বাইক কেনার দামে মিলছে চারচাকা, দেশের প্রথম সোলার কার হল লঞ্চ, মাত্র ৫০ পয়সায় হবে সফর

বাংলা হান্ট ডেস্ক: চারচাকা কেনার স্বপ্ন অনেকেরই থাকে। সেই সাথে নিজের গাড়ি (Solar Car) কেমন হবে সেই নিয়ে বিভিন্ন রকমের ভাবনা চিন্তা করে থাকেন সকলে। তবে এবার ভারতে একটি চারচাকা এসেছে যা দেখলে গাড়ি-প্রেমীদের চোখ উঠবে কপালে। আসলে গাড়ি কেনার পর গাড়িতে তেল ভরতে ভরতেই টাকা শেষ হয়ে যায়। কিন্তু এবার এমন একটি গাড়ি বাজারে এসেছে, যাতে প্রয়োজন পড়বে না পেট্রোল এবং ডিজেলের। এক অনন্য উপায়ে চলবে গাড়িটি। এমতাবস্থায় আপনি যদি গাড়ি কেনার চিন্তাভাবনা করছেন তাহলে আপনার জন্য এই প্রতিবেদনটি নিঃসন্দেহে হতে পারে গুরুত্বপূর্ণ।

ভারতে আসতে চলেছে প্রথম সোলার চারচাকা (Solar Car):

অনেকেই পেট্রোল-ডিজেলের পিছনে বেশি টাকা খরচ করতে চান না বলে, ইলেকট্রিক গাড়ি কিনে থাকেন। তবে এবার বাজারে তার চেয়েও ভালো বিকল্প আসতে চলেছে। শোনা যাচ্ছে খুব শীঘ্রই গাড়ির বাজারে আসতে চলেছে প্রথম সোলার চারচাকা (Solar Car)। সূর্যের আলোতেই চলবে এই  গাড়ি। শুনতে খানিক অবাক লাগলেও এমনটাই হবে বলে জানা যাচ্ছে।

Launch India's first solar car

সম্প্রতি, শুরু হয়েছে ভারত মোবিলিটি গ্লোবাল এক্সপো ২০২৫। আর এখানেই দেখা গিয়েছে, চারচাকার (Solar Car) নতুন এই সংস্করণ। জানা যাচ্ছে, এই গাড়ির শুধু একটি মডেল নয় একসাথে তিন তিনটি মডেল পাওয়া যাবে। মূলত Vayve Mobility-র তৈরি এই গাড়িগুলি ইলেকট্রিক গাড়ি। যাতে থাকবে সোলার প্যানেল, এর মাধ্যমে গাড়ি চার্জ নিতে সক্ষম।

আরও পড়ুনঃ আরজি কর কাণ্ডের সঞ্জয়ের ‘প্রাণ’ বাঁচালেন দুই মহিলা! তাঁদের পরিচয় শুনলে মাথা ঘুরে যাবে

সোলার চার চাকার বিশেষত্ব কি: জানা যাচ্ছে, শনিবার ভারত মোবিলিটি গ্লোবাল এক্সপোতে সোলার চারচাকা (Solar Car) অর্থাৎ ‘EVA’ লঞ্চ করা হয়েছে। এর মধ্যে বেসিক মডেলটি হচ্ছে নোভা, যার মধ্যে থাকবে 9kWh-র ব্যাটারি। আর দু’টি মডেল হচ্ছে স্টেলা এবং ভেগা। এর মধ্যে স্টেলা মডেলটিতে 12.6 kWh ও ভেগা মডেলটিতে 18.2 kWh ব্যাটারি থাকবে। একবার ফুল চার্জ দিলে টানা ২৫০ কিলোমিটার পথ অতিক্রম করতে সক্ষম। বলা হচ্ছে, প্রতি কিলোমিটারে খরচ পড়বে মাত্র ৫০ পয়সা। অর্থাৎ একদম স্বল্প মূল্যে আপনি পছন্দের গাড়ি নিয়ে ঘুরে আসতে পারবেন পছন্দের জায়গায়। তবে আশ্চর্যের বিষয় হচ্ছে, এই গাড়ি পাওয়া যাবে বুলেটের দামে।

এই গাড়ি প্রসঙ্গে কি বললেন সকলে: এক্সপোতে গাড়িটির প্রসঙ্গে বলতে গিয়ে Vayve Mobility-র তরফ থেকে নীতেশ বাজাজ জানান, “EVA শুধুমাত্র গাড়ি (Car) নয়। এটা গাড়ি ও ইলেকট্রিক জগতে একটা বিপ্লব।” পাশাপাশি তিনি আরও বলেন, “এটা নতুন ভারত তথা আবিষ্কার ও সাস্টেনেবিলিটির প্রতি আমাদের প্রতিশ্রুতিকে প্রমাণ করে।”

আরও পড়ুনঃ ট্রেনে সফরকালে আচমকাই অসুস্থ? ফোন করুন ‘এই’ নম্বরে, তৎক্ষণাৎ হবে মুশকিল আসান

এখন প্রশ্ন হচ্ছে এই গাড়িটির দাম কত হবে: জানা গিয়েছে, EVA-র বেস মডেলটির এক্স শোরুম দাম শুরু হবে মাত্র ৩.২৫ লাখ টাকা থেকে। আর সর্বোচ্চ মডেলের জন্য সে ক্ষেত্রে দাম পৌঁছতে পারে ৬ লক্ষ টাকা পর্যন্ত। সেইসাথে, এই মাস থেকেই গাড়ির প্রি বুকিং শুরু করে দেওয়া হবে বলেও খবর জানা যাচ্ছে। ২০২৬ সালের মাঝামাঝি সময় থেকেই গাড়িটি কমার্শিয়ালভাবে প্রস্তুত করার জন্য তৈরী হয়ে যাবে। আর তারপর থেকেই গ্রাহকরা এর সুবিধা নিতে পারবেন।

Sunanda Manna
Sunanda Manna

সুনন্দা মান্না, বাংলা হান্টের স্ক্রিপ্ট রাইটার। গুরুদাস কলেজ থেকে সাংবাদিকতা করার পর থেকেই সংবাদ মাধ্যমে কাজ শুরু। দেশ থেকে বিদেশ, রাজনীতি, বিনোদন বিভিন্ন তথ্যই আপনাদের কাছে তুলে দেওয়া আমার মূল লক্ষ্য।

সম্পর্কিত খবর