বাংলাহান্ট ডেস্কঃ উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের (Yogi Adityanath) প্রশংসায় পঞ্চমুখ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। দিলেন প্রশংসা ভরা ঢালাও সার্টিফিকেট। ২০২২ সালের নির্বাচনের পূর্বে যোগী রাজ্যে পা রাখছেন বহু শীর্ষ স্থানীয় বিজেপি নেতৃত্বরা। এবার রবিবার সেখানে গেলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
‘উত্তরপ্রদেশ স্টেট ইনস্টিটিউট অফ ফরেনসিক সায়েন্স’-এর ‘ভূমি পূজন’ অনুষ্ঠানে যোগ দিতে রবিবার লখনউয়ে গিয়েছিলেন অমিত শাহ। আর সেখান থেকেই যোগী প্রশংসায় পঞ্চমুখ হলেন স্বরাষ্ট্রমন্ত্রী। মন খুলে মুখ্যমন্ত্রী যোগীর প্রশংসা করার পাশাপাশি, কটাক্ষ করতে ছাড়লেন না বিরোধীদেরও।
অনুষ্ঠানে দাঁড়িয়েই অমিত শাহ বলেন, ‘সেই ২০১৯ সাল পর্যন্ত আমি টানা ছয় বছর বহুবার এসেছি উত্তরপ্রদেশে। কিন্তু সেই সময় ভয়াবহ অবস্থা ছিল পশ্চিম উত্তরপ্রদেশের। দরিদ্র মানুষদের জমি কেড়ে নিত জমি মাফিয়ারা, নিরাপত্তাহীনতায় ভুগতেন মহিলারা। এখন ২০২১ সালে দাঁড়িয়ে আমি গর্বের সঙ্গে বলে পারি, যে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এবং তাঁর সহকারীরা আইনশৃঙ্খলার অনেক উন্নতি করেছেন। আইনশৃঙ্খলার দিক থেকে রাজ্যকে অনেকটাই এগিয়ে নিয়ে গেছেন’।
তিনি আরও বলেন, ‘মুখ্যমন্ত্রী যোগীর আমলে রাজ্যের আইনশৃঙ্খলার অনেক উন্নতি হয়েছে। যার দরুন, দুর্নীতি কমেছে, বাড়ছে বিনিয়োগ। ৪৪ টি জনকল্যাণমূলক প্রকল্পের রূপায়ণের মধ্য দিয়ে রাজ্যকে শীর্ষে নিয়ে গিয়েছেন মুখ্যমন্ত্রী যোগী। এই করোনা আবহেও যোগী এবং তাঁর দল অনেক ভালো কাজ করেছে’।
যোগীর প্রশংসা করার পাশাপাশি বিরোধীদের কটাক্ষ করে তিনি বলেন, ‘এখন নির্বাচন এসে গেছে বলে, বিরোধীদের দেখা পাওয়া যাচ্ছে। কিন্তু যখন মহিলাদের উপর অত্যাচার চলত, মাফিয়ারাজ, দাঙ্গা চলত, শৌচাগার ছিল না পরিবারের কাছে- তখন কোথায় ছিলেন তাঁরা? মানুষকে এখন আর তাঁরা বিভ্রান্ত করতে পারবেন না’।