লরেন্সের ভাই গ্রেপ্তার আমেরিকায়! তবুও তার নাগাল পাবে না ভারত, কারণ জানলে চমকে উঠবেন

বাংলাহান্ট ডেস্ক : এনসিপি নেতা বাবা সিদ্দিকীকে খুন সহ সলমন খানকে লাগাতার হুমকি দেওয়ার মতো অভিযোগে বারংবার নাম উঠে আসছে জেলবন্দি লরেন্স বিষ্ণোই (Lawrence Bishnoi) এর। এবার গ্রেফতার হলেন লরেন্সের ভাই আনমোল বিষ্ণোই। গত সপ্তাহে মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় গ্রেফতার হয়েছেন তিনি। বাবা সিদ্দিকী খুনে অন্যতম অভিযুক্ত হিসেবে নাম উঠে এসেছে আনমোলের। তবে মার্কিন যুক্তরাষ্ট্রে তাঁর গ্রেফতারির কারণ ভিন্ন।

মার্কিন যুক্তরাষ্ট্রে গ্রেফতার লরেন্সের (Lawrence Bishnoi) ভাই আনমোল

ভারতে একাধিক অপরাধে জড়িত থাকার অভিযোগ রয়েছে আনমোলের বিরুদ্ধে। কিন্তু মার্কিন মুলুকে তিনি গ্রেফতার হয়েছেন বেআইনি নথি নিয়ে অনুপ্রবেশের জন্য। এমনটাই জানা গিয়েছে সর্বভারতীয় সংবাদ মাধ্যম সূত্রে। মার্কিন প্রশাসন নাকি এও জানিয়েছে, যেহেতু সেখানে সম্পূর্ণ ভিন্ন কারণ বশত আনমোলকে গ্রেফতার করা হয়েছে, তাই তাঁকে ভারত সরকারের হাতে তুলে দেওয়া হবে না। আইওয়ার পোট্টাওয়াট্টামি কাউন্টি জেলে রাখা হয়েছে আনমোলকে।

Lawrence bishnoi brother anmol arrested in America

বাবা সিদ্দিকী খুনে রয়েছে যোগ: এদিকে মুম্বই পুলিশ সূত্রে খবর, বাবা সিদ্দিকী খুনে নাকি লরেন্সের (Lawrence Bishnoi) ভাই আনমোলের সরাসরি জড়িত থাকার তথ্য পাওয়া গিয়েছে। খুনের ঘটনায় গ্রেফতার একাধিক অভিযুক্ত স্বীকার করেছে, আনমোলের নির্দেশেই ঘটানো হয় হত্যাকাণ্ড। এমনকি তাঁর নির্দেশেই শুটার নিয়োগ করা হয় বলেও জানা গিয়েছে।

আরো পড়ুন : অব্যাহত মোদী ম্যাজিক, ডমিনিকা-নাইজেরিয়ার পর আরও দুই দেশের সর্বোচ্চ সম্মান পাচ্ছেন প্রধানমন্ত্রী

আনমোলের বিরুদ্ধে একাধিক অভিযোগ: অভিযোগের এখানেই শেষ নয়। আরো জানা গিয়েছে, গত এপ্রিল মাসে সলমন খানের বাড়িতে হামলা চালানোর সময়ও নাকি শুটারদের ভিডিও বার্তা দিয়েছিলেন আনমোল। পাশাপাশি মুম্বই ক্রাইম ব্রাঞ্চ সূত্রে জানা গিয়েছে, খলিস্তানি জঙ্গি নিজ্জর খুনের সঙ্গেও নাকি যোগ রয়েছে লরেন্সের (Lawrence Bishnoi) ভাইয়ের।

আরো পড়ুন : এবার ওয়ার্ক ফ্রম হোমের অনুমতি পেলেন সরকারি কর্মীরা, বিরাট সিদ্ধান্ত রাজ্যের

ভারতে একাধিক কাণ্ড ঘটিয়ে আমেরিকায় লুকিয়েছিলেন আনমোল। এবার সেখানেই গ্রেফতার হলেন তিনি। উল্লেখ্য, লরেন্স বিষ্ণোই অনেকদিন ধরেই রয়েছেন জেলে। তবে গরাদের ওপার থেকেই অপরাধ সংঘটিত করার বদনাম রয়েছে তাঁর। বাবা সিদ্দিকীর আগে সিধু মুসেওয়ালার হত্যাকাণ্ডেও নাম জড়িয়েছিল লরেন্স বিষ্ণোইয়ের।

Niranjana Nag
Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

সম্পর্কিত খবর