‘মন্দিরে গিয়ে ক্ষমা চাইতে হবে নয়তো ……’, আবার হুমকি সালমান খানকে

বাংলা হান্ট ডেস্ক : বিগত কয়েক মাস ধরে বারবার লরেন্স বিষ্ণোই গ্যাং-এর তরফ থেকে প্রাণনাশের হুমকি পাচ্ছেন সালমান খান (Salman Khan)। বিশেষ করে অক্টোবর মাসে মহারাষ্ট্রের প্রাক্তন মন্ত্রী তথা এসিপি নেতা বাবা সিদ্দিকি হত্যার পর থেকেই সালমান খানকে (Salman Khan) ক্রমাগত প্রাণে মেরে ফেলার হুমকি দিয়ে চলেছে এই গ্যাংস্টার দল।

সালমান খান (Salman Khan)-কে আবার প্রাণে মারার হুমকি

অক্টোবর মাসেই দশেবার সন্ধ্যায় ছেলে তথা বিধায়ক জিশান সিদ্দিকির দফতরের বাইরে দাঁড়িয়ে বাজি ফাটাচ্ছিলেন বাবা সিদ্দিকী। তখনই তিন দুষ্কৃতী বাইকে করে এসে গুলিতে ঝাঁঝরা করে দিয়ে যায় মহারাষ্ট্রের এই প্রাক্তন মন্ত্রীকে। একই বাবা সিদ্দিকিরই পারিবারিক বন্ধু সালমান খান (Salman Khan)। সেইসময় হুমকি পাওয়া সত্ত্বেও বাবা সিদ্দিকীর অন্তিম যাত্রায় হাঁটতে দেখা গিয়েছিল সালমান খানকে।

এর আগে দু কোটি টাকা চেয়ে হুমকি দেওয়া হয়েছিল বলিউডের ভাইজানকে। আর এবার টাকার অঙ্ক বাড়িয়ে সালমান খানের উদ্দেশ্যে এল আরও এক হুমকি। জানা যাচ্ছে, এদিন মুম্বাই পুলিশের ট্রাফিক কন্ট্রোল রুমে যে মেসেজ এসেছে সেখানে স্পষ্ট লেখা রয়েছে , ‘লরেন্স বিষ্ণোই-র ভাই বলছি। যদি সলমন খান জীবিত থাকতে চান,তাহলে আমাদের মন্দিরে গিয়ে ক্ষমা চাইতে হবে অথবা পাঁচ কোটি টাকা দিতে হবে। এগুলো না করলে, আমরা মেরে ফেলব। আমাদের গ্যাং এখনও সক্রিয় আছে।’

আরও পড়ুন : দেনার দায়ে অন্ধকারে ডুবে বাংলাদেশ! সময়সীমা বেঁধে দিতেই কি সিদ্ধান্ত নিল সরকার?

প্রসঙ্গত এই নিয়ে এক সপ্তাহের মধ্যে পরপর দুবার সালমান খানকে হুমকি দেওয়া হল। গত অক্টোবর মাসে বাবা সিদ্দিকীর মৃত্যুর পর থেকে ক্রমাগত প্রশ্ন উঠছে সালমানের নিরাপত্তা নিয়ে।

Salman Khan

গত এপ্রিল মাসেই অভিনেতার বান্দ্রার বাড়ির সামনে গুলি চালানো হয়েছিল। এই ঘটনায় হাত ছিল লরেন্স বিষ্ণোই গ্রুপের-ই। এর আগে সালমান খান আর বাবা প্রয়াত বাবা সিদ্দিকির ছেলে জিশান সিদ্দিকিকে খুনের হুমকি দেওয়ার অভিযোগে নয়ডা থেকে বছর কুড়ির এক যুবককে গ্রেফতার করেছিল পুলিশ।  তার আগেও সলমন খানকে খুনের হমকি দেওয়ায় ঝাড়খণ্ডের জামশেদপুর থেকে শেখ হুসেন শেখ মৌসিন নামের এক সবজি বিক্রেতাকে গ্রেফতার করেছিল পুলিশ।

Anita Dutta
Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর