বাংলা হান্ট ডেস্ক : বাবা সিদ্দিকীর মৃত্যুর পর থেকে বারবার খুনের হুমকি দেওয়া হচ্ছে বলিউড সুপারস্টার সালমান খানকে (Salman Khan)। শনিবার দশেরার রাতে গুলিবিদ্ধ হয়ে খুন হয়েছেন প্রাক্তন কংগ্রেস নেতা বাবা সিদ্দিকী। ইতিমধ্যেই এই খুনের দায় স্বীকার করে নিয়েছে লরেন্স বিশ্নোই (Lawrence Bishnoi)-র গ্যাং। আর তারপরেই বলিউড অভিনেতা সালমান খানের উদ্দেশ্যে এক খোলা চিঠি লিখলেন লরেন্স বিশ্নোই।
সালমান খানকে (Salman Khan) খুনের হুমকি দিচ্ছে গ্যাংস্টার লরেন্স বিশ্নোই
সেখানে ভাইজানকে (Salman Khan) প্রকাশ্যে খুনের হুমকি দেওয়া হয়েছে বারবার। এমনকি তাঁকে সতর্ক করতেই বারবার হামলা চালানো হয়েছে অভিনেতার ঘনিষ্ঠদের ওপরেও। এই বাবা সিদ্দিকি সালমান (Salman Khan) ঘনিষ্ঠ হওয়ার কারণেই তাঁর এই পরিণতি হয়েছে বলে মনে করা হচ্ছে। খুনের দায় স্বীকার করার পর লরেন্স বিশ্নোই জানিয়ে দিয়েছেন এই বাবা সিদ্দিকী ছিলেন কুখ্যাত ডন দাউদ ইব্রাহিমের ঘনিষ্ঠ।
শনিবার এই খুনের দায় স্বীকার করে নিয়ে সালমান খানের উদ্দেশ্যে একটি খোলা চিঠিতে লরেন্স বিশ্নোই জানিয়েছেন,গত এপ্রিল মাসেই সালমান খানের বাড়ি গ্যালাক্সির সামনে গুলি বর্ষণ করেছিল তাদের দল। এই ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে মোট দুজনকে। জানা যায়, তাঁদের মধ্যেই একজন পুলিশ হেফাজতেই আত্মঘাতী হয়।
এদিন সালমানকে লেখা খোলা চিঠিতে এই হামলার কথাও উল্লেখ করা হয়েছে। এখানে প্রকাশ্যে সালমান খানের নাম নিয়ে লেখা হয়েছে, ‘সালমান খান আমরা কিন্তু এই যুদ্ধ চাইনি। কিন্তু তোমার জন্য আমাদের ভাইয়ের মৃত্যু হয়েছে।’
আরও পড়ুন : ভালো TRP-ও কাজ দিল না! কি কারণে এই জনপ্রিয় মেগার জায়গা নিচ্ছে পরিণীতা?
সেইসাথে এই খোলা চিঠিতে আরও উল্লেখ করা হয়েছে, ‘আমাদের কারও সঙ্গে ব্যক্তিগত শত্রুতা নেই। কিন্তু যাঁরাই সলমন ও দাউদ বাহিনীকে সাহায্য করেন, তাঁদের সাবধান হওয়া উচিত। আমাদের দলের কোনও ভাইকে যদি মরতে হয়, তার উত্তর আমি দেব। প্রথম আক্রমণটা কখনওই আমরা করি না। জয় শ্রীরাম। জয় ভারত। শহিদদের জয় হোক।’
বাবা সিদ্দিকীর মৃত্যুর দায় স্বীকার করে নেওয়ার পাশাপাশি এদিন লরেন্স বিশ্নোই-এর গ্যাং জানিয়েছে বাবা সিদ্দিকীর সাথে নাকি দাউদ ও বলিউডের অনুজ থপনের যোগ ছিল। এই কারণেই নাকি বাবা সিদ্দিকির উপর হামলা করা হয়েছিল বলে দাবি করে বিশ্নোইদের দল।