বাংলাহান্ট ডেস্ক : প্রাথমিক শিক্ষক নিয়োগে যে দুর্নীতি (TET Scam) হয়েছে তার কোনও প্রমাণই নেই। সম্প্রতি এমনই দাবি করলেন টেট কেলেঙ্কারিতে তৃণমূল পক্ষের উকিল অরুণাভ ঘোষ (Arunava Ghosh)। সেই মন্তব্যকেই কটাক্ষ করলেন বিজেপি নেতা সন্ময় বন্দ্যোপাধ্যায় (Sanmay Banerjee)।
সন্ময়বাবু টুইট করে লেখেন, ‘টেটে দুর্নীতি এখনও দেখতে পাননি অরুণাভ ঘোষ! মুখ্যমন্ত্রীকে বলছি, আপনি প্লিজ এঁকে রাজ্যসভায় পাঠান । না পাঠালে বুঝব আপনার মধ্যে কোন কৃতজ্ঞতা বোধই নেই।’ তবে এবারই প্রথম নয়। এর আগেও একাধিক বার নানান বিতর্কিত কথা বলেছেন অরুণাভ ঘোষ।
একবার তিনি বলেন, স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ দুর্নীতি এবং আন্দোলন নিয়ে অরুণাভ ঘোষ বলেন, ‘আমরা যারা বিরোধী রাজনীতি করি তাঁরাও তো চাকরি প্রার্থীদের কোনও না কোনওভাবে নিজেদের কাজে লাগাচ্ছি। ধরনা মঞ্চে গিয়ে বক্তৃতা দিচ্ছি। ২ দিনের মধ্যে যদি মমতা পদত্যাগ করেন আমি ২৭ হাজার চাকরি দিয়ে দেব, একজন বড় আইনজীবী এ কথা বলছেন। নাম বলছিনা। এটা কী মিথ্যা কথা নয়?
আমি একটা আন্দোলনকারী মেয়েকে বললাম মেরিট লিস্টে তোমার নাম আছে এটা কী করে জানলে? সে বলতে পারছে না। কঠোর বাস্তবতাটা আমরা কখনও মানুষের কাছে তুলে ধরিনা। লিস্ট বার করে বড় বড় আইনজীবী-নেতারা মামলা করছেন না কেন? কারণ কোনও রেকর্ডই নেই।’
টেটে দুর্নীতি এখনও দেখতে পাননি অরুণাভ ঘোষ!! @MamataOfficial আপনি প্লিজ এঁকে রাজ্যসভায় পাঠান । না পাঠালে বুঝব আপনার মধ্যে কোন কৃতজ্ঞতা বোধই নেই ।। @SuvenduWB pic.twitter.com/FItllIL97i
— Sanmoy Banerjee (@BanerjeeSanmoy) September 1, 2022
এদিন ঠিক কী বলেন অরুণাভ ঘোষ? একটি টিভি চ্যানেলের সাক্ষাৎকারে বসে অরুণাভবাবু বলেন, ‘প্রথমত দুর্নীতি হয়েছে কি না হয়েছে কোথা থেকে জানব? দুর্নীতির জন্য কোন সাক্ষই জমা পড়েনি। যেটুকু পড়েছে সেটাও তো প্রমাণ হয়নি। যাদের চাকরি গেছে তাদের কোনও প্রমাণ ছাড়াই চাকরি গেছে। পরেশ অধিকারির মেয়ে অঙ্কিতার চাকরি যাওয়াটাও অন্যায় হয়েছে। নিয়োগ দুর্নীতি যে সেটাও প্রমাণ করতে হবে।’ এই মন্তব্যের পরই তোপ দাগেন সন্ময় বন্দ্যোপাধ্যায়।