বাংলা হান্ট ডেস্কঃ গত জানুয়ারি মাসে বিচারপতি রাজাশেখর মান্থার (Justice Rajasekhar Mantha) বিরুদ্ধে অবমাননাকর পোস্টার ঘিরে উত্তপ্ত হয়ে ওঠে হাইকোর্ট (Calcutta High Court) চত্বর। শোরগোল পরে যায় গোটা রাজ্যে। কে বা কাদের হাত ছিল এর পেছনে সেই প্রশ্নের উত্তর খুঁজতে শুরু হয় তদন্ত। তারপর পেরিয়ে গিয়েছে প্রায় তিনমাস। তবে এবার সামনে এল আসল সত্য। বিচারপতি মান্থার বিরুদ্ধে পোস্টার দেওয়ার নেপথ্যে হাত রয়েছে এক আইনজীবীর। হাইকোর্টে রিপোর্ট দিয়ে জানাল রাজ্য পুলিশ।
কোন আইনজীবী জড়িত এই ঘটনার সাথে? আদালত এই প্রশ্ন করায় উত্তরে রাজ্য সরকারের আইনজীবী বলেন খুব শীঘ্রই রিপোর্ট দিয়ে সেকথা রিপোর্ট দিয়ে আদালতে জানাবে পুলিশ। তবে জানা গিয়েছে পোস্টার গুলি ছাপা হয়েছিল হেয়ার স্ট্রিট থানা এলাকার একটি ছাপাখানায়। আদালতে পেশ করা রিপোর্টে জানানো হয়েছে আচার্য প্রফুল্ল চন্দ্র রোডের পার্ক প্রিন্টিং নামে একটি ছাপাখানায় পোস্টারগুলি ছাপা হয়েছিল। যা হেয়ার স্ট্রিট থানার অন্তর্গত।
এদিন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানমের বেঞ্চে পোস্টার মামলাটি উঠেছিল। মঙ্গলবার সেই মামলায় হাইকোর্টে নতুন রিপোর্ট পেশ করলেন কলকাতার পুলিশ কমিশনার। আদালতে জানানো হয়েছে ৫ হাজার টাকার বিনিময়ে পোস্টার গুলি লাগানো হয়েছিল। পুলিশের দাবি, প্রথমে মানতে না চাইলেও, পরে ছাপাখানার মালিকরা ওই পোস্টার ছাপানোর কথা স্বীকার করে নিয়েছেন। ওই ছাপাখানার দুই মালিককে ইতিমধ্যেই আদালত অবমাননার নোটিস দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।
অন্যদিকে পোস্টার লাগানোর অভিযোগে, যে ৬ জন সন্দেহভাজনকে পুলিশ জেরা করেছে, তাদের আইনজীবী আদালতে জানান, ওই ৬ জনইপুলিশের কাছে স্বীকার করে নিয়েছেন যে তারাই টাকার বিনিময়ে ওই কাজ করেছেন। ৫ হাজার টাকার বিনিময়ে ওই কাজ করেন তারা। তবে যারা পোস্টার লাগিয়েছিলেন তারা সকলেই অশিক্ষিত। পোস্টারের লেখা না বুঝেই তারা ওই কাজ করেছিলেন বলে জানা গিয়েছে।
প্রসঙ্গত, হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থার বিরুদ্ধে পোস্টার লাগানোর ঘটনার পর পেরিয়ে গিয়েছে তিনমাস। তবে এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা যায়নি। মঙ্গলবার এই নিয়ে বিচারপতি চিত্তরঞ্জন দাস বলেন, গোটা ঘটনার পিছনে কে বা কারা আছেন সেটা আমরা খুঁজে বের করব। কোনও প্রভাবশালী ব্যক্তি বা কোন রাজনৈতিক ব্যক্তি এর নেপথ্যে আছেন কি না সেটাও আমরা খতিয়ে দেখব। এই মামলার পরবর্তী শুনানি হবে মে মাসে। রাজ্যের আইনজীবী জানান সেই সময় ওই অভিযুক্ত আইনজীবী ও তার সহযোগীদের সম্পর্কে বিস্তারিত তথ্য আদালতে তুলে ধরা হবে।