‘যথেষ্ঠ.. একদম ঠিক করেছেন’ সঞ্জয়ের ফাঁসি না হওয়ায় বিকাশ যা বললেন! শোরগোল শুরু 

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ সোমবার আর জি কর (RG Kar) খুন-ধর্ষণ মামলায় সাজা ঘোষণা করেছে শিয়ালদহ আদালত। তিলোত্তমা-কাণ্ডে সঞ্জয় রায়কে আমৃত্যু যাবজ্জীবন কারাবাসের নির্দেশ দিয়েছে আদালত। আদালতের নির্দেশের পরই প্রশ্ন উঠতে শুরু করেছে একাধিক মহলে। যেখানে সিবিআই-এর তরফে সর্বোচ্চ সাজা দেওয়ার দাবি জানানো হয়েছিল সেখানে কেন যাবজ্জীবন কারাবাস? এই নিয়ে প্রশ্ন তুলে হাইকোর্টে যাবেন বলে জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রীও। তবে এত বিতর্কের মাঝে বাম নেতা তথা আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য (Bikash Ranjan Bhattacharya) মনে করছেন আদালতের রায় একেবারেই সঠিক।

সঞ্জয় রায়ের সাজা ঘোষণার পর প্রতিক্রিয়া দিতে গিয়ে বিকাশরঞ্জন বলেন, ‘মৃত্যুদণ্ড না দিয়ে বিচারক ঠিকই করেছেন বলে আমার মনে হয়।’ এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাতকারে বিকাশবাবু বলেন, ‘বিচারক ঠিকই সাজা দিয়েছে। এটা স্বাভাবিক রায়। বিচারপতি যাবজ্জীবন দিয়েছেন। এবং যথেষ্ঠ কঠিণ সাজা।’

আইনজীবীর কথায়, ‘বিচারক মৃত্যুদণ্ড না দিয়ে ঠিকই করেছেন বলে আমার মনে হয়। প্রথমত, মৃত্যুদণ্ড থাকাই উচিৎ নয়। বিচারক যা রায় দিয়েছেন তা সমস্ত তথ্য প্রমাণ ঘেটেই দেওয়া হয়েছে।” প্রসঙ্গত কিছুদিন আগেই আশঙ্কার কথা জানিয়ে বিকাশরঞ্জন ভট্টাচার্য বলেছিলেন, “সব সময় তাড়াতাড়ি বিচারে ন্যায় বিচার হয় না। এটা কোনও সাধারণ খুন বা ধর্ষণের ঘটনা নয়। সে ক্ষেত্রে তাড়াহুড়ো করা মানে প্রকৃত অপরাধীদের আড়ালের চেষ্টা।”

আরও পড়ুন: ‘করের টাকা নষ্ট করে জেলবন্দি রাখার মানে নেই’! সঞ্জয়ের সাজা ঘোষণা হতেই গর্জে উঠলেন অভিষেক

উল্লেখ্য, গত শনিবারই আর জি কর ঘটনায় সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করে আদালত। সোমবার সাজা ঘোষণা হয়। অপরাধীর তরফে দুই মহিলা আইনজীবী তাদের মক্কেলের মৃত্যদণ্ড ঠেকাতে জোড়ালো সওয়াল করেন আদালতে। টানা হয় সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের উদাহরণও। অন্যদিকে, প্রথম থেকেই সঞ্জয়ের সর্বোচ্চ সাজা দেওয়ার দাবি জানিয়ে এসেছে সিবিআই।

Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর

X