অবর্জনার স্তূপকে জঙ্গলে রূপান্তরিত করে সমাজের মন জয় করলেন এক উকিল

বাংলাহান্ট ডেস্কঃ ছিল পরিত্য়ক্ত আবর্জনার স্তূপ। কিন্তু এক জনৈক ব্যাক্তির আন্তরিক চেষ্টায় সেই পরিত্য়ক্ত আবর্জনার স্তূপ বদলে হয়ে গেল জঙ্গল। আর এর পিছনে কৃতিত্ব পুরোটাই এক উকিলের। পেশায় উকিল মন্টু হাইত এরএকার চেষ্টায় দক্ষিণ কলকাতার বুকে তৈরি হয়েছে এই ছোট্ট জঙ্গল।

নিউ আলিপুর স্টেশনের কাছেই এই জায়গাটি কলকাতা পোর্ট ট্রাস্ট ও রেলওয়ের অধীন। কিন্তু দীর্ঘদিন ধরে আস্তে আস্তে বর্জ্য ফেলার জায়গায় পরিণত হয়।  ছোট থেকেই প্রকৃতির সঙ্গে যার ওতপ্রোত সম্পর্ক মন্টু হাইতের। পশু-পাখি, গাছপালা এসব নিয়েই ভালবাসা তাঁর।তাই পরিত্যক্ত সেই রেলের জমিকে নিজের একান্ত সদিচ্ছায় তিনি বানিয়েছেন জঙ্গল

Capture 29

কিন্তু সদিচ্ছা টাই সব নয়। সরকারি জমি ব্যক্তিগত কাজে ব্যবহার করা যায় না। কোনো ভাবেই ঐ জমিতে অধিকার পায়নি মন্টুবাবু। পোর্ট ট্রাস্টের কাছে অবেদন করেছিলেন কিন্তু পোর্টট্রাস্ট সেই অবেদনে সারা দেয় নি। তারপরই গেরিলা কায়দায় গাছ লাগাতে শুরু করেন মন্টুবাবু। যদিও গাছ লাগানোয় কখনোই বাধা দেয় নি পোর্ট ট্রাস্ট।

দীর্ঘ ১০ বছরের অপেক্ষা ও ধৈর্য। তারপর ধীরে ধীরে অঞ্চলটি ভরে উঠল সবুজের সমারোহে। বর্তমানে ১৫০টি প্রজাতির প্রায় ২৫ হাজার গাছ এখানে রয়েছে। শুধু তাই নয়, হরেক রকম প্রজাপতি, বক, পরিযায়ী পাখিদেরও আনাগোনা চলে এখানে। আশেপাশের বাসিন্দারাও এগিয়ে দিয়েছেন সাহায্যের হাত। মন্টু হাইতের মুখে আজ বিজয়ীর হাসি। বর্জ্যের দুর্গন্ধ নয়, হাজার হাজার কংক্রিটের ভিড় ছাড়িয়ে আলিপুরের এই জায়গায় মাথা তুলে দাঁড়িয়ে রয়েছে এক টুকরো সবুজ।


সম্পর্কিত খবর