‘মাঝ রাস্তায় ধর্ষণ করা উচিত’, কঙ্গনাকে হুমকি দিয়ে আইনজীবীর দাবি হ‍্যাক হয়েছিল অ্যাকাউন্ট!

Published On:

বাংলাহান্ট ডেস্ক: সাম্প্রদায়িক সিংসা ছড়ানোর অভিযোগে সম্প্রতি এফআইআর দায়ের করা হয়েছে কঙ্গনা রানাওয়াত (kangana ranawat) ও তাঁর দিদি রঙ্গোলি চান্দেলের নামে। বান্দ্রা আদালতের এই নির্দেশের পরেই মুম্বই এফআইআর দায়ের করে অভিনেত্রী ও তাঁর দিদির নামে। পালটা এই বিষয়ে নিজের বক্তব‍্য রেখে একটি পোস্ট করেন কঙ্গনা। সেই পোস্টেই প্রকাশ‍্যে অভিনেত্রীকে ধর্ষণের (rape) হুমকি দেন এক আইনজীবী।

নবরাত্রি শুরু হওয়ার আগের দিন সোশ‍্যাল মিডিয়ায় নিজের একটি ছবি শেয়ার করেন অভিনেত্রী। তিনি লেখেন, ‘কে কে নবরাত্রির ব্রত পালন করছেন? আজকের নবরাত্রি উৎসবে তোলা এই ছবি। আমিও ব্রত পালন করছি। এর মধ‍্যে আমার নামে আরো একটি এফআইআর হয়ে গিয়েছে। মহারাষ্ট্রের পাপ্পু সেনা আমি ছাড়া আর কিছু দেখতেই পাচ্ছে না। আমাকে বেশি মনে করো না। আমি খুব শীঘ্রই ফেরত যাব।’

কঙ্গনার এই পোস্টেই এক আইনজীবী বিষ্ফোরক মন্তব‍্য করে বসেন। তিনি লেখেন, ‘শহরের মাঝে ধর্ষণ করা উচিত’। মুহূর্তের মধ‍্যে ভাইরাল হয়ে যায় ওই আইনজীবীর বিতর্কিত মন্তব‍্য। পরে নিজেই বিষয়টি স্পষ্ট করেন তিনি।

ওই আইনজীবী জানান, তাঁর ফেসবুক অ্যাকাউন্টটি হ‍্যাক করা হয়েছিল ও কিছু বিতর্কিত মন্তব‍্য করা হয়। কোনো মহিলা বা সম্প্রদায়ের প্রতি তাঁর নিজের ধারনা নয় এটা। এই ঘটনায় তিনি নিজেও স্তম্ভিত ও ক্ষমাপ্রার্থী। তাঁকে ক্ষমা করে দেওয়ার জন‍্য সকলকে অনুরোধও জানান ওই ব‍্যক্তি। এরপরেই নিজের ফেসবুক অ্যাকাউন্টটি ডিলিট করে দেন ওই আইনজীবী।

সম্পর্কিত খবর

X