‘করুণা’ করেন না কাউকেই, কেস লড়েন বিলেতেও! এই লেডি Lawyer’র যুক্তি কাত করে দিচ্ছে সবাইকে

বাংলাহান্ট ডেস্ক : এই মুহূর্তে আরজি কর মামলা বিচারাধীন সুপ্রিম কোর্টে (Supreme Court)। এই মামলায় রাজ্যের হয়ে লড়াই করছেন বর্ষীয়ান আইনজীবী কপিল সিব্বল। অন্যদিকে, অভিজ্ঞ বর্ষীয়ান আইনজীবী ইন্দিরা জয় সিং সওয়াল করছেন জুনিয়র ডাক্তারদের হয়ে। ইন্দিরা জয় সিং এর সাথে রয়েছেন একাধিক অভিজ্ঞ আইনজীবী।

করুণার কীর্তি সুপ্রিম কোর্টে (Supreme Court)

তবে তাঁদের মধ্যে থেকে সবার নজর কেড়ে নিয়েছেন এক বঙ্গ তনয়া। আইনজীবী করুণা নন্দী (Karuna Nundy) ভারত ও আমেরিকায় আইন প্র্যাকটিস করেন। জন্মসূত্রে বাঙালি হলেও করুণা বড় হয়েছেন বিদেশে। করুণার বাবা সমীরন নন্দী পেশায় গ্যাস্ট্রোইনটেসটিনাল সার্জন। করুণার মা সুস্মিতা নন্দী ইন্ডিয়ান স্প্যাসটিক সোসাইটির প্রতিষ্ঠাতা।

   

Supreme Court

দিল্লি বিশ্ববিদ্যালয়ের সেন্ট স্টিফেন্স কলেজ থেকে ইকোনমিক্সে স্নাতক হয়ে করুণা আইন নিয়ে পড়তে চলে যান কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে। সেখান থেকেই শুরু হয় করুণার জয়যাত্রা। কেমব্রিজ ইউনিভার্সিটির ল সোসাইটির জার্নালে এডিটর ইন চিফ ছিলেন তিনি। তারপর এই বাঙালি আইনজীবী আইনে মাস্টার্স করেন আমেরিকার বিখ্যাত কলম্বিয়া ইউনিভার্সিটি থেকে। 

আরোও পড়ুন : আরজি করের প্রতিবাদে যাওয়ার জের? প্রাক্তন মন্ত্রীর বিরুদ্ধে ছাত্রীদের ‘ঘাড় ধাক্কা’ দেওয়ার অভিযোগ

এই প্রবাসী বাঙালি আইনজীবী একসাথে ভারত, আমেরিকা ও ব্রিটেনে আইন প্র্যাকটিস করার অধিকারিনী। পেটিএম বনাম টেলিকম কেস, জিজা ঘোষ বনাম স্পাইসজেট মামলা, শ্রেয়া সিংঘল বনাম ইউনিয়ন অফ ইন্ডিয়া মামলার মতো একাধিক বড় কেস করুণা জিতেছেন সুপ্রিম কোর্টে (Supreme Court)।

Supreme Court Lawyer

বিপক্ষের যুক্তির প্রেক্ষিতে শান দেওয়া সাওয়াল-জবাব করুণার অন্যতম প্লাস পয়েন্ট। সুপ্রিম কোর্টে (Supreme Court) আরজি কর কাণ্ডের সওয়াল-জবাব চলার সময় ইন্দিরা জয় সিং ও তাঁর সহকারি আইনজীবীরা একেবারে ক্লিন আউট করে দিয়েছিলেন কপিল সিব্বলকে। তাঁদের মধ্যে অন্যতম ছিলেন করুণা।

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর