বাংলা হান্ট ডেস্কঃ নির্দিষ্ট সময়ের মধ্যে তথ্য না দিলে মামলার হুঁশিয়ারি! এবার কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) নির্দেশনামার কথা মনে করিয়ে প্রাথমিক শিক্ষা পর্ষদের (West Bengal Board of Primary Education) সভাপতি ও সচিবকে চিঠি দিলেন আইনজীবী তরুণজ্যোতি তিওয়ারি (Tarunjyoti Tiwari)।
বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের একক বেঞ্চের একটি নির্দেশের কথা তুলে শনিবার পর্ষদকে চিঠি পাঠিয়েছেন আইনজীবী। প্রসঙ্গত, ৩ মে হাইকোর্টের সেই নির্দেশনামা অনুযায়ী, প্রাথমিক শিক্ষা পর্ষদকে জেলাভিত্তিক প্যানেলের একদম শেষে থাকা প্রার্থীর নাম প্রকাশ করতে বলা হয়েছিল। ২০১৬ সালের নিয়োগ প্রক্রিয়ার প্রত্যেক জেলার প্রত্যেক মাধ্যমের প্রত্যেক জাতিভিত্তিক বিভাগের এবং প্রত্যেক ক্যাটেগরির শেষ প্যানেলভুক্ত প্রার্থীর নাম প্রকাশ করার নির্দেশ ছিল।
এই নিয়ে বেঁধে দেওয়া হয়েছিল তিন সপ্তাহের সময়সীমাও। নির্দিষ্ট সময়ের মধ্যে ওই সংক্রান্ত তথ্য পর্ষদের ওয়েবসাইটে তোলার জন্য আদালত তরফে নির্দেশও দেওয়া হয়েছিল। সেই নির্দেশের কথা স্মরণ করিয়েই এদিন তরুণজ্যোতি চিঠিতে লেখেন, এই নিয়ে আদালত যখন নির্দেশ দিচ্ছিলো তখন পর্ষদের আইনজীবীও আদালত কক্ষে উপস্থিত ছিলেন। তাই নির্দেশের বিষয়টি সম্পর্কে তিনি সম্পূর্ণরূপে অবগত।
পাশাপাশি ওইদিনের নির্দেশকে চ্যালেঞ্জ করে পর্ষদের তরফে আদালতে কোনও আবেদনও করা হয়নি। তাই নির্দিষ্ট সময়ের মধ্যে ওই সংক্রান্ত যাবতীয় তথ্য পর্ষদের ওয়েবসাইটে প্রকাশ করার জন্য মামলাকারীদের পক্ষের আইনজীবী তরুণজ্যোতি তিওয়ারি প্রাথমিক শিক্ষা পর্ষদকে আবেদন জানিয়েছেন।
তবে এখানেই শেষ নয়, আগামী ২৪ মে সময়কালের মধ্যে পর্ষদ ওই তথ্য প্রকাশ না করলে, তা আদালত অবমাননার সামিল হবে বলেও পর্ষদকে জানিয়েছেন আইনজীবী। হুঁশিয়ারির সুরে তিনি বলেছেন, নির্দিষ্ট সময়ের মধ্যে তথ্য প্রকাশ না করলে আদালত অবমাননা আইন, ১৯৭১ অনুযায়ী পর্ষদের বিরুদ্ধে মামলা দায়ের করা হবে।