বাংলা হান্ট ডেস্কঃ কলকাতা হাইকোর্ট (Calcutta High Court) থেকে শুরু করে পশ্চিমবঙ্গের সকল আদালতের আইনজীবীরা এবার ধর্মঘটের ডাক দিলেন। আইনজীবীদের ধর্মঘটের অধিকার সংশোধনী আইনে ছিনিয়ে নেওয়া হচ্ছে। সেই কারণে সংশোধনী বিলের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে ধর্মঘটের ডাক দেওয়া হল। আগামী সোমবার কর্মবিরতির ডাক দিয়েছেন উচ্চ আদালত সহ রাজ্যের সব আদালতের আইনজীবীরা।
হাইকোর্ট (Calcutta High Court) সহ সব আদালতের আইনজীবীদের ধর্মঘট ঘিরে শোরগোল!
জানা যাচ্ছে, কেন্দ্রীয় সংশোধনী অ্যাডভোকেট বিল নিয়ে শুক্রবার আলোচনায় বসেছিল পশ্চিমবঙ্গ বার কাউন্সিল। সেই বৈঠকে আগামী সোমবার আইনজীবীদের (Lawyers) কর্মবিরতির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে রাজধানী দিল্লির একাধিক জেলা আদালত জেলা বার অ্যাসোসিয়েশন একদিনের প্রতীকী ধর্মঘট পালন করেছে।
আইনজীবীরা ইচ্ছা মতো কর্মবিরতির ডাক দিতে পারবেন না। সমষ্টিগত অথবা সংগঠনের ব্যানারেও করা যাবে না। আন্দোলনের নামে বিচার ব্যবস্থাকে ব্যাহত করা কিংবা আদালত বয়কটও সহ্য করা হবে না। আইনজীবীদের ধর্মঘটে রাশ টানতে এই সংশোধনী আইন আনা হচ্ছে।
আরও পড়ুনঃ ইটভাটা নিয়ে বিরাট সিদ্ধান্ত নিয়ে নিল রাজ্য! সামনে নয়া আপডেট
সেখানে স্পষ্ট উল্লেখ রয়েছে, আইনজীবীরা নিজেদের প্রতিবাদকে ধর্মঘট, আন্দোলন, বয়কট যে নামই দিক না কেন, বিচারপ্রার্থীরা যেন একদিনের জন্যেও সমস্যার সম্মুখীন না হন। বয়কট কিংবা আন্দোলনের জন্য যদি বিচার প্রক্রিয়া ব্যাহত হয় কিংবা আমজনতাকে ফিরে যেতে হয়, তাহলে সেই প্রতিবাদকে অবৈধ বলে ঘোষণা করা হবে।
আপাতত এই নিয়ে খসড়া বিল প্রকাশিত হয়েছে। প্রথামাফিক সবার মতামত চাওয়া হয়েছে। এদিকে এই খসড়া বিল দেখে চটেছেন আইনজীবীদের একাংশ। অভিযোগ উঠেছে, এর মাধ্যমে আইনজীবীদের প্রতিবাদের অধিকার ছিনিয়ে নেওয়া হয়েছে। সেই কারণে এর আগে দিল্লির একাধিক জেলা আদালত জেলা বার অ্যাসোসিয়েশন একদিনের প্রতীকী ধর্মঘট পালন করেছে। এবার কলকাতা হাইকোর্ট (Calcutta High Court) সহ এই রাজ্যের সকল আদালতের আইনজীবীরা সেই পথে হাঁটতে চলেছেন।