বাংলা হান্ট ডেস্কঃ অনেকদিন ধরেই গুজব রটছিল যে তিনি ভারতীয় জনতা পার্টিতে (Bharatiya janata party) যোগ দেবেন, অবশেষে জল্পনা আর গুজবের অবসান ঘটিয়ে আজ বিজেপিতে যোগ দিলেন ভারতীয় দলের প্রাক্তন ক্রিকেটার লক্ষ্মণ শিবরামকৃষ্ণন (Laxman Sivaramakrishnan)। উনি ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর ICC তে নতুন এক কীর্তিমান স্থাপন করেছিলেন। ২০১৭ সালে স্টার স্পোর্টস তামিলে তামিল ভাষায় প্রথমবার ধারাভাষ্য দিয়েছিলেন। এত বছরের ক্রিকেট ইতিহাসে এই প্রথম কেউ তামিল ভাষায় কমেন্ট্রি করে।
লক্ষ্মণ শিবরামকৃষ্ণন তামিলনাড়ু বিজেপির সভাপতি সিটি রভির হাত ধরে ভারতীয় জনতা পার্টির সদস্যতা গ্রহণ করেন। জানিয়ে রাখি, বছর পার করলেই তামিলনাড়ুতে বিধানসভার নির্বাচন। আর তাঁর আগে বিজেপি নিজেদের ঘাঁটি মজবুত করার কাজ শুরু করে দিয়েছে। হায়দ্রাবাদের পুর নির্বাচনে অভূতপূর্ব সাফল্যের পর দক্ষিণের রাজ্য গুলোতে নিজেদের দম দেখাতে প্রস্তুত বিজেপি।
Tamil Nadu: Former Indian cricketer Laxman Sivaramakrishnan joins Bharatiya Janata Party in Chennai. https://t.co/bE05u082hx pic.twitter.com/U5arZLrboQ
— ANI (@ANI) December 30, 2020