খরচ মাত্র ১২০০ টাকা! টুক করে ঘুরে আসুন কলকাতার কাছের “মিনি গোয়া” থেকে

বাংলাহান্ট ডেস্ক : ঘুরতে যেতে কে না ভালোবাসে! অথচ বহু ক্ষেত্রেই দেখা যায়, “ঘর হতে শুধু দুই পা ফেলিয়া, দেখা হয় নাই চক্ষু মেলিয়া/ একটি ধানের শীষের উপর একটি শিশিরবিন্দু”…..আসলে, বহুক্ষেত্রেই বাড়ির কাছেই এত সুন্দর ঘোরার জায়গা যা কিনা সহজে আমাদের নজরেও আসে না। আবার, বহুসময় মনের ইচ্ছা থাকলেও পকেটের অবস্থা চিন্তা করে দূরে বিপুল অর্থ ব্যয়ে ঘোরাও সম্ভব হয়ে ওঠে না। ফলে, সাধ আর সাধ্যের মধ্যে একটা ফারাক থেকেই যায়।

কিন্তু, আজ আমরা আপনাকে এমন একটি জায়গায় সন্ধান দেব যেখানে গেলে আপনি রীতিমতো চমকে উঠবেন। শুধু তাই নয় আপনি নিজেও মনে মনে বলবেন, কলকাতার কাছেও এমন সুন্দর জায়গা থাকতে পারে! নিশ্চয়ই ভাবছেন, কোন জায়গার কথা বলা হচ্ছে ? আসলে, কলকাতার (Kolkata) কাছেই রয়েছে এক মিনি গোয়া (Goa), আর তার সম্পর্কে জানাতে চলেছি আমরা। দু’দিনের ছুটি নিয়ে ঘুরে আসতে পারেন এই সমুদ্র সৈকতে।

বহুক্ষেত্রেই কর্মব্যস্ত এই জীবনের জন্য বেশি দিনের ছুটি পাওয়া সম্ভব হয় না। অথচ, রোজকার জীবনের এই ভয়ঙ্কর চাপের মধ্যে থেকে বেরোনোর জন্য সামান্য ঘুরে আসা ভীষণ দরকারি হয়ে পড়ে। সেক্ষেত্রে, কলকাতার একদম কাছেই অবস্থিত এই ‘মিনি গোয়া’ হয়ে উঠতে পারে আপনার আদর্শ উইকেন্ড ডেস্টিনেশন। কথা হচ্ছে, বকখালির (Bakkhali) পাশেই অবস্থিত লক্ষ্মীপুর সমুদ্র সৈকত নিয়ে।

তিলোত্তমা থেকে মাত্র ১৩৬ কিমি দূরে অবস্থিত এই লক্ষ্মীপুর সমুদ্র সৈকতে সপ্তাহন্তে ভিড় জমান আবালবৃদ্ধবনিতারা। ৩ থেকে ৪ ঘণ্টার মধ্যেই আপনি পৌঁছে যাবেন। খুব বেশী খরচও পড়বে না লক্ষ্মীপুর সমুদ্র সৈকতে থাকতে আর দিনভর ছুটিয়ে মজা করতে। মাত্র ১২০০ টাকাতেই ঘোরা হয়ে যাবে। আপনি চাইলে সেখানকার এসি কিংবা নন এসি ঘরে রাত্রিবাস করতেও পারবেন। দুপুর এবং রাত্রিবেলা খাওয়ার বন্দোবস্ত থাকছে সেখানে।

Laxmipur sea beach

এখন প্রশ্ন হল তাহলে সেখানে যাবেন কীভাবে? শিয়ালদহ স্টেশন (Sealdah) থেকে ট্রেন ধরে নামখানা (Namkhana) স্টেশনে নেমে পড়ুন। এরপর সেখান থেকে বাস বা গাড়িতে করে নিজের গন্তব্যে পৌঁছতে মাত্র কয়েক মিনিট লাগবে। মাত্র ৩০ মিনিটের হাঁটা পথেই লক্ষ্মীপুর সমুদ্র সৈকত পৌঁছে যাওয়া যাবে। তাহলে আর দেরি না করে ঘুরে আসুন অনন্য সুন্দর এই স্থান।


Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর