মাত্র ১০ টাকায় পাওয়া যাবে এলইডি বাল্ব, EESL শুরু করতে চলছে গ্রামীণ উজালা কর্মসূচি

বাংলাহান্ট ডেস্কঃ পাবলিক সেক্টর এনার্জি এফিশিয়েন্সি সার্ভিসেস লিমিটেড (Public Sector Energy Efficiency Services Ltd) খুব শীঘ্রই গ্রামীন উজালা নামে একটি নতুন কর্মসূচি তৈরি করতে চলেছে। যা গ্রামের মানুষের বিলে অনেকটাই সাশ্রয় হবে আর মানুষের সঞ্চয় বাড়ানো যাবে।

ইইএসএলের পরিচালক সৌরভ কুমার বলেন, এর অধীনে গ্রামে পরিবার প্রতি ১০ টাকা দামে ৩ থেকে ৪ টি এলইডি বাল্ব বিতরণ করা হবে। সারা দেশে প্রায় ১৫ কোটি গ্রামীণ পরিবারের মধ্যে এলইডি বাল্ব বিতরণ করা হবে।

9 1

বিদ্যুৎ মন্ত্রকের অধীনে এনটিপিসি, পিএফসি, আরইসি এবং পাওয়ারগ্রিডের যৌথ উদ্যোগ সংস্থা ইইএসএল-এর প্রকল্পের আওতায় প্রায় ৫০ কোটি এলইডি বাল্ব বিতরণ করা হবে। এটি ১২,০০০ মেগাওয়াট বিদ্যুৎ সাশ্রয় করবে বলে আশা করা হচ্ছে, আর কার্বন নিঃসরণ বছরে পাঁচ মিলিয়ন টন হ্রাস পাবে।

সংস্থাটি ইতিমধ্যে উজলা প্রোগ্রামের আওতায় বাল্ব প্রতি ৫০ কোটি টাকা হারে ৩৬ কোটি টাকারও বেশি এলইডি বাল্ব বিতরণ করেছে। তবে এই বাল্বগুলির মধ্যে মাত্র ২০ শতাংশ গ্রামাঞ্চলে বিতরণ করা হয়েছে।

09 5

কুমার আরও বলেন, আমরা যদি গ্রামের প্রতিটি পরিবার পিছু তিনটি করে এলইডি বাল্ব দিই, তবে আমরা পরিবর্তে তিনটি পুরানো বাল্ব নেব। আমরা সেগুলি সংগ্রহ করব, কতগুলি বাল্ব আসবে এবং কত বছর বয়সী তা পর্যবেক্ষণ করব।

তিনি বলেন, সারা দেশে গ্রামে ৫০ কোটি উচ্চমানের এলইডি বাল্ব বিতরণ করলে গ্রাহকদের বিদ্যুতের বিল বার্ষিক ২৫,০০০ থেকে ৩০,০০ কোটি টাকা সাশ্রয় হবে এবং ১২,০০ মেগাওয়াট বিদ্যুতের সর্বাধিক চাহিদা হ্রাস পাবে।

এর বাইরে কার্বন নিঃসরণ বছরে পাঁচ কোটি টন হ্রাস পাবে। এছাড়াও, এলইডি বাল্বগুলির চাহিদা বাড়ার সাথে সাথে বিনিয়োগও বাড়বে। এনার্জি সেভিং টিউব লাইট ও ফ্যানও পাওয়া যাবে।

সম্পর্কিত খবর