কাশ্মীর জয় করে পাকিস্তানের হাতে তুলে দেবে তালিবান, দাবি ইমরানের দলের নেত্রীর

বাংলা হান্ট ডেস্কঃ আফগানিস্তানে তালিবানি ক্ষমতা দখলের পিছনে পাকিস্তানের প্রচ্ছন্ন মদতের কথা এখন আর কারোরই সেভাবে অজানা নয়। এমনকি সারা বিশ্বে তালিবান সরকারকে মর্যাদা দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে পাকিস্তান। প্রধানমন্ত্রী ইমরান খান তো এও বলেছেন, দাসত্বের শৃঙ্খল ভেঙেছে আফগানিস্তান। অর্থাৎ সরাসরি তালিবানের প্রতি তাদের জনসমর্থন রয়েছে এ নিয়ে কোন সন্দেহ নেই। তালিবানের ফের একবার সরকার দখলের পর রীতিমতো আনন্দ উৎসব শুরু করেছে ইমরান খানের পার্টি পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ।

এবার কার্যত সামনে এলো এক চরম বিতর্কিত মন্তব্য, পার্টি প্রবক্তা তথা অন্যতম নেত্রী নিলাম ইরশাদ শেখ একটি টিভি চ্যানেলের অনুষ্ঠানে বললেন, তালিবান পাকিস্তানকে সাহায্য করবে ফের একবার কাশ্মীরের দখল নিতে। শুধু তাই নয় তিনি এও বলেন ভারত যেভাবে আমাদের দু’টুকরো করে দিয়েছে তা আরেকবার জোড়া লাগাতে সাহায্য করবে তালিবান। তার এই বক্তব্যের পর রীতিমতো বিতর্কের ঝড় উঠেছে সোশ্যাল মিডিয়ায়। এতদিন পর্যন্ত এ কথা বারবার সামনে আসছিল যে তালিবানের যুদ্ধে সাহায্য করেছে পাকিস্তানি গোয়েন্দা দপ্তর আইএসআই। এবার তারই কিছুটা ঝলক দেখা গেল বলেই মনে করছেন অনেকে।

এক পাকিস্তানি টিভি চ্যানেলের বিতর্ক অনুষ্ঠানে নীলম বলেন, “ইমরান সরকার গঠনের পর সারা বিশ্বে পাকিস্তানের মূল্য বৃদ্ধি পেয়েছে। তালিবান আমাদের বলছে আমরা তোমাদের সাথে আছি এবং ইনশাআল্লাহ তারা কাশ্মীর জয় করে আমাদের দেবে।” এই অনুষ্ঠানে তিনি আরও সংযোজন করেন, ” ভারত যে আমাদের
টুকরো করে দিয়েছে, তা আমরা আবার যুক্ত করবো। আমাদের সেনাবাহিনী এবং সরকারের ক্ষমতা আছে।”

https://twitter.com/SAMRIReports/status/1429883964701958144?s=19

নীলমের এই বয়ানের পর স্বাভাবিকভাবেই শুরু হয়েছে আলোচনা। কার্যত তালিবান শক্তিশালী হলে পাকিস্তান যে তাদের ব্যবহার করতে চেষ্টা করবে ভারতের বিরুদ্ধে এরকম আশঙ্কা করছেন অনেক বিশেষজ্ঞই। যদিও এর উত্তর দেবে সময়ই।

 

Avatar
Abhirup Das

সম্পর্কিত খবর