সুকান্তকে সরিয়ে বঙ্গ বিজেপির সভাপতির পথে শুভেন্দু, ফিরতে পারেন দিলীপও! তুঙ্গে জল্পনা

   

বাংলাহান্ট ডেস্ক : রদল-বদল রাজ‌্য বিজেপির নেতৃত্বে। বঙ্গ বিজেপির (West Bengal BJP) সভাপতি হতে চলেছেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। নভেম্বর-ডিসেম্বরেই ঘোষণা হবে নাম। দলীয় সূত্রে জানা যাচ্ছে শুভেন্দু বিরোধী দলনেতার পদ থেকে হয়ত ইস্তফা দিয়ে দেবেন। তাঁর জায়গায় বিরোধী দলনেতা হবেন মনোজ টিগ্গা। মনোজ বর্তমানে বিজেপির পরিষদীয় দলের মুখ‌্য সচেতক।

অপরদিকে বিজেপির রাজ‌্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar) কেন্দ্রীয় সম্পাদক পদে যাবেন। সংসদীয় দলের কোনও পদও তাঁকে দেওয়া হতে পারে বলেই অনুমান করা হচ্ছে। এখন বঙ্গ বিজেপিতে যে সব সাংগঠনিক রদবদলগুলো চলছে সেই প্রক্রিয়ার একদম শেষ পর্যায়ে এই ঘোষণা হবে বলে পদ্ম শিবির মারফত জানা যাচ্ছে।

শুভেন্দুকে রাজ‌্য সভাপতি পদে নিয়ে আসার বিষয়টি নিয়ে দলের নয়া পর্যবেক্ষকরা ও সর্বভারতীয় সাধারণ সম্পাদক বিএল সন্তোষ সব কিছুই ঠিকঠাক করে ফেলেছেন বলে জানা গিয়েছে। এবার দলের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর (Amit Shah) সঙ্গে কথা বলে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। বঙ্গ বিজেপির রাজ‌্য সভাপতি পদে সুকান্তর বদলে শুভেন্দুর আসা একরকম নিশ্চিত।

কিন্তু এখানে উঠে আসছে আরও একটা জল্পনা। আরএসএস (RSS) চাইছে দলের প্রাক্তন রাজ‌্য সভাপতি তথা বর্তমানে সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষকে বাংলায় আবার সক্রিয় করতে। কিন্তু অপর দিকে বিজেপর একাংশ মনে করছে সুকান্ত বা শুভেন্দু (Suvendu Adhikari) সর্বস্তরের বিজেপিকে নিয়ে চলতে পারছেন না। গোটা দেশের বিজেপির নেতা-কর্মীদের কাছে পৌঁছতে পারছেন না। যেটা তাঁদের থেকে ভালো করতে পারবেন দিলীপ।

আদি বিজেপির নেতা-কর্মীদের বড় অংশ প্রাক্তন রাজ‌্য সভাপতি দিলীপ ঘোষকে বেশ পছন্দও করে। কিন্তু আরএসএস চাইছে বাংলায় দিলীপ ঘোষকে সক্রিয় করতে। অন্যদিকে, দিল্লি থেকে বিজেপির হাইকমান্ডের মত, দিলীপ সর্বভারতীয় সহ-সভাপতি পদেই থাকুন। সহ-সভাপতি পদে রেখেই বাংলায় কোনও বাড়তি দায়িত্ব দিলীপ ঘোষকে (Dilip Ghosh) দেওয়া হতে পারে বলেও জানা যাচ্ছে। এই মুহূর্তে বঙ্গ বিজেপিতে আদি-নব‌্য দ্বন্দ্ব চরমে। একাধিক কমিটিতে পুরনো ও যোগ‌্য নেতাদের জায়গা দেওয়া হচ্ছে না বলে দলের মধ্যেই সৃষ্টি হচ্ছে ক্ষোভ।

সম্প্রতি বঙ্গ বিজেপির (WB BJP) কোর কমিটির নাম ঘোষণা হয়েছে। যেখানে জায়গা না পেয়ে রাজ‌্য সভাপতি সুকান্ত মজুমদার ও রাজ‌্য সাধারণ সম্পাদক অমিতাভ চক্রবর্তীকে ‘অযোগ‌্য’ নেতা বলে বেনজির আক্রমণ করেন সাংসদ সৌমিত্র খাঁ। শুধু তাই নয়, জোন ও বিভাগের দায়িত্ব বণ্টন নিয়েও বিবাদ স্পষ্ট। দলের দ্বন্দ্ব উঠে আসছে প্রকাশ্যেই। পঞ্চায়েত নির্বাচনের আগে রীতিমতো চিন্তায় রয়েছেন কেন্দ্রীয় নেতারা।

তবে রাজ্যে নেতৃত্বে রদবদলের প্রক্রিয়া চালু রেখেছে শীর্ষ নেতৃত্ব। বঙ্গ বিজেপির আপাদমস্তক বদলাতে চায় দিল্লি। সেই মতো পঞ্চায়েত নির্বাচনের আগে বঙ্গ বিজেপির সংগঠনে আরও একাধিক পরিবর্তন করবে কেন্দ্রীয় নেতৃত্ব। আর সেই প্রক্রিয়ার মধ‌্য দিয়েই নভেম্বর-ডিসেম্বরের মধ্যে রাজ‌্য সভাপতি পদে শুভেন্দু অধিকারীকে আনা হতে পারে বলেই মনে করছে রাজনৈতিক বিশেষজ্ঞ মহল।

Avatar
Sudipto

সম্পর্কিত খবর