বাংলাহান্ট ডেস্কঃ রুক্ষ, শুষ্ক চুলের পাশাপাশি অনেকে আবার খুশকির (Dandruff) সমস্যায়ও ভোগেন। অনেক শ্যাম্পু, কন্ডিশনার, দামী তেল ব্যবহার করেও কিছুতেই এর থেকে মুক্তি পাচ্ছেন না? চিন্তার কোন কারণ নেই, ঘরোয়া এক টোটকা ব্যবহার করেই চুটকিতেই পেয়ে যান এই সমস্যার সমাধান।
দেখে নিন উপায়-দইঃ খুশকির কারণে মাথার ত্বকও খসখসে হয়ে যায়। সেক্ষেত্রে দইয়ের প্যাক মাথায় মাখলে, মাথার ত্বকের খুশকি দূর হয়ে যায়। এতে করে চুলের গোড়া শক্ত হবে ও শুষ্ক চুলের সমস্যাও দূর হবে।
নারকেল তেল ও পাতি লেবুর মিশ্রণঃ ২-৩ চামচ মত নারকেল তেল গরম করতে হবে। এরপর তাতে ২ চামচ পাতি লেবুর রস ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এবারে ওই মিশ্রণকে মাথায় ও চুলের গোড়ায় ভালোভাবে ম্যাসাজ করতে হবে। ১ ঘণ্টা পর শ্যাম্পু দিয়ে ভালো করে চুল ধুয়ে ফেলুন। এইভাবে পরপর কয়েক সপ্তাহ করলেই, চিরতরে খুশকি থেকে মুক্তি পাবেন।
তবে এতেও যদি আপনি এই সমস্যা থেকে মুক্তি না পান, তাহলে একবার চিকিৎসকের সঙ্গে পরামর্শ করে নেওয়াই ভালো। তাহলে শুষ্ক চুল এবং মাথায় ত্বকের সমস্যা থেকেও মুক্তি পেয়ে যাবেন।