লকডাউনে বাড়ি বসেই যোগাসন করুন মোদীর সঙ্গে!

Published On:

বাংলাহান্ট ডেস্ক: সারা বিশ্বে ব‍্যাপক হারে ছড়িয়ে পড়েছে মারাত্মক করোনা ভাইরাস। একের পর এক দেশ গ্রাসে চলে যাচ্ছে এই ভয়ংকর ভাইরাসের। বিশ্ব স্বাস্থ‍্য সংস্থা বা ওয়ার্ল্ড হেল্থ অরগানাইজেশন ইতিমধ‍্যেই ‘মহামারি’ ঘোষনা করেছে এই বিপর্যয়কে। চিন, ইতালি, ইরান পেরিয়ে ভারতেও হানা দিয়েছে প্রাণঘাতী করোনা। আর তার ভয়াবহতা থেকে বাঁচতে আঁটঘাট বেঁধে তৈরি কেন্দ্রীয় ও রাজ‍্য সরকারগুলি।


ইতিমধ‍্যেই লকডাউন ঘোষনা হয়ে গিয়েছে বেশ কিছু রাজ‍্যে। বাইরে বেরোনোয় কঠোর নিষেধাজ্ঞা জারি হয়েছে। সম্প্রতি প্রধানমন্ত্রী মোদী ঘোষনা করেছেন আগামী ১৪ এপ্রিল পর্যন্ত পুরো দেশেই মানা হবে লকডাউন। এই অবস্থায় সকলেই রয়েছেন গৃহবন্দি। কিন্তু ঘরে থাকতে থাকতে অনেকেই বিরক্ত হয়ে উঠছেন। উপরন্তু ঘরে বন্দি হয়ে শরীরচর্চাতেও ইতি ঘটেছে অনেকেরই। তাই এবার আসরে নামলেন খোদ প্রধানমন্ত্রী।

ইউটিউবে বিভিন্ন যোগাসনের একটি ভিডিও শেয়ার করেছেন মোদী। গত রবিবার মন কি বাত অনুষ্ঠানে একজন প্রধানমন্ত্রীকে জিজ্ঞাসা করেন এই সময়ে কীভাবে তিনি নিজেকে ফিট রাখেন। তারই উত্তরে এই যোগাসনের ভিডিও শেয়ার করেছেন তিনি।

বাংলা, হিন্দি, তামিল, তেলুগু সহ বিভিন্ন আঞ্চলিক ভাষা তো বটেই, জার্মান, স্প‍্যানিশ সহ বেশ খয়েকটি বিদেশি ভাষাতেও পাওয়া যাবে মোদীর যোগাসনের ভিডিও।

সম্পর্কিত খবর

X