অভাবের তাড়নায় ক্যারাটে ছেড়ে পেশা হল হাড়িয়া বিক্রি, স্যোশাল মিডিয়ায় ভাইরাল হল প্রতিভার করুণ ভিডিও

Published On:

বাংলাহান্ট ডেস্কঃ বর্তমান দিনে স্যোশাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল (viral Video) হয়েছে যেখানে দেখা যাচ্ছে, একটি মেয়ে একাধারে তাঁর অর্জিত সমস্ত মেডেল সাজিয়ে রাখছেন, আর অন্যদিকে সেই মেয়েটিই হাড়িয়া তৈরি করছেন। এই ভিডিও দেখে অনেক নেটজনতাই আবেগান্বিত হয়ে পড়েছেন।

রাঁচির এক প্রতিভাবান ক্যারাটে খেলোয়াড় (Karate players) বিমলা মুণ্ডার (vimala munda) একটি ভিডিও সম্প্রতি স্যোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, যেখানে তাঁকে একদিকে নিজের মেডেল সাজিয়ে রাখতে এবং অন্যদিকে হাড়িয়া তৈরি করেত দেখা গেছে। ঝাড়খণ্ডের (jharkhand) রাজধানী রাঁচির কাঁকেতে বসবাসকারী এই মেয়েটি শুধুমাত্র ক্যারাটেতে ব্ল্যাক বেল্টই নয়, জাতীয় স্বর্ণপদকও অর্জন করেছে।

বর্তমানে নিজের অর্থনৈতিক অবস্থা শোচনীয় হয়ে পড়ায়, পরিবারের সাহায্যে বিমলাও তাদের পাশে দাঁড়িয়েছে। অর্থ উপার্জনের জন্য বেছে নিয়ে হাড়িয়া তৈরির কাজ। তাঁর বাবা শারীরিকভাবে অসুস্থ এবং মা অন্য কাজ করেন। তাই অর্থাভাবে প্রাকটিস বন্ধ। বিমলার মা বলেছেন, তাঁকে এই খেলা শেখানোর জন্য তারা অনেক পরিশ্রম করেছেন।

২০০৮ সাল থেকে টুর্নামেন্ট খেলছেন বিমলা। ওই বছরই তিনি জেলা পর্যায়েও পদক জিতেছেন। এরপর ২০০৯ সালে তিনি ওড়িশায়ও পদক লাভ করেন। এমনকি ৩৪ তম ন্যাশানাল গেমসে রৌপ্যপদক এবং অক্ষয় কুমার আন্তর্জাতিক ক্যারাটে চ্যাম্পিয়নশিপে ২ টি সোনার পদক লাভ করে রাজ্যের নাম উজ্জ্বল করেছেন।

বর্তমান সময়ে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, বিমলা নিজের দুঃখের কথা নিজের মুখেই বর্ণনা করছেন। বিমলা বলেছেন, ‘আমাদের সরকার কোন খেলোয়াড়দের প্রতিই নজর দেয়নি। তা সে যে খেলাই হোক না কেন। আমরা কোনকিছুতে কর্ণপাত না করে, শুধু খেলার প্রতিই মনোনিবেশ করেছিলাম। আমরা ভেবেছিলাম খেলার মধ্যে আছি, তাহলে হয়ত সরকারী চাকরি পেয়ে যাব। কিন্তু তাঁর কোন খবরও এখনও পেলাম না। তাই এখন অর্থাভাবের সংসার চালাতে হাড়িয়া বিক্রির পথ বেছে নিয়েছি।

X