বাংলাহান্ট ডেস্ক : সবেমাত্র পথচলা শুরু করেছে ‘চিরসখা’। বাংলা টেলিভিশনের দুনিয়ায় এই ধারাবাহিক (Serial) একেবারেই নতুন। তবে স্টার জলসার পর্দায় অন্যান্য সিরিয়ালগুলির সঙ্গে টিআরপির টক্করে ভালোই এগিয়ে গিয়েছে ধারাবাহিকটি। সম্প্রতি দখল করেছে স্লটও। তবুও সোশ্যাল মিডিয়ায় ট্রোলিং রয়েছে অব্যাহত। ভালো মন্দ মিশিয়েই এগোচ্ছে চিরসখা।
চিরসখা সিরিয়াল (Serial) নিয়ে অব্যাহত ট্রোলিং
বিধবা কমলিনী এবং তার প্রয়াত স্বামীর বন্ধু স্বতন্ত্র, এই দুটি মধ্যবয়সী মানুষের অসমবয়সী সম্পর্কের গল্প উঠে এসেছে চিরসখায় (Serial)। কাহিনিকার লীনা গঙ্গোপাধ্যায়, যিনি এর আগে কিছুটা একই কনসেপ্টের সিরিয়াল ‘শ্রীময়ী’ উপহার দিয়েছিলেন। তবে চিরসখার প্রোমো প্রকাশ্যে আসা থেকেই শুরু হয়েছে ট্রোলিং। কখনো কখনো উঠে এসেছে পরকীয়া প্রোমোট করার অভিযোগও।
পরকীয়া নিয়ে স্পষ্ট কথা: সম্প্রতি আনন্দবাজার অনলাইনের সঙ্গে সাক্ষাৎকারে লীনা গঙ্গোপাধ্যায় বলেন, তিনি পরকীয়াকে ব্র্যান্ড করতে চান না। চিরসখার (Serial) ক্ষেত্রে যদি কেউ ভাবে যে তিনি পরকীয়াকে তুলে ধরছেন, তবে ভুল ভাববেন। মানুষের বেঁচে থাকার জন্য কিছু সম্পর্কের প্রয়োজন হয়, সেটাই তিনি তুলে ধরেছেন সিরিয়ালে।
সিরিয়ালের ভবিষ্যৎ কী: সোশ্যাল মিডিয়ার ট্রোলিংয়ের বিষয়ে লেখিকা বলেন, তিনি সোশ্যাল মিডিয়ায় খুব একটা সক্রিয় নন। ট্রোলিং হয়তো হয়, তবে তাঁর কাছে ভালো প্রতিক্রিয়াই বেশি এসেছে। এমন শিল্পী, যাঁরা এখন আর অভিনয় করেন না, তাঁরা সিরিয়ালটি (Serial) দেখছেন, এমনকি যাঁরা সাধারণত ধারাবাহিক দেখেন না, তাঁরাও চিরসখা দেখছেন। এমনকি লীনা জানান, তিনি শুনেছেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও এই সিরিয়ালটি (Serial) দেখেন। আর তা ভালো হচ্ছে বলেও নাকি জানিয়েছেন তিনি।
এরপরেও লীনার সংশয়, দর্শকরা কীভাবে একটানা গ্রহণ করবে সিরিয়ালটি। আসলে তাঁর কথায়, বর্তমানে যেভাবে বাংলা বলা বা লেখা হয়, তার থেকে তাঁর সংলাপ বলার ধরণ আলাদা। কিন্তু তিনি এতদিন যেভাবে কাজ করে এসেছেন সেভাবেই করবেন। এতে যদি চিরসখা চার জন কম দেখেন, তাতেও ক্ষতি নেই বলে মন্তব্য করেন লীনা।