Television: নায়িকা হওয়ার শখ? টেলিভিশনে আসতে হলে থাকতেই হবে এই ৪ গুণ, টিপস লীনা গঙ্গোপাধ্যায়ের

বাংলাহান্ট ডেস্ক : টেলিভিশন (Television) সিরিয়াল হল অধিকাংশ মানুষের দৈনন্দিন বিনোদনের অন্যতম মাধ্যম। আর সেই সব সিরিয়ালে যাঁরা অভিনয় করেন তাঁরাও অচিরেই হয়ে ওঠেন দর্শকদের ঘরের মানুষ। বর্তমানে টেলিভিশন (Television) সিরিয়ালে বহু নতুন মুখ দেখা যাচ্ছে। বিভিন্ন সিরিয়ালে নায়ক নায়িকা হিসেবে নেওয়া হচ্ছে একেবারে আনকোরা অভিনেতা অভিনেত্রীদের। সিরিয়াল জগতে খ্যাতি এবং অর্থের স্বপ্ন নিয়ে অনেকেই পা রাখেন। বিশেষ করে তরুণ প্রজন্মের অভিনেতা অভিনেত্রীদের মধ্যে টেলিভিশনে পা রাখার বিশেষ ঝোঁক দেখা যাচ্ছে। একজন সিরিয়াল অভিনেতার মধ্যে কী কী গুণ থাকতে হবে? উত্তর দিলেন লীনা গঙ্গোপাধ্যায়।

টেলিভিশনে (Television) আসতে হলে কী করতে হবে

টেলিভিশন (Television) জগতের অন্যতম পরিচিত নাম লীনা গঙ্গোপাধ্যায়। তাঁর কলম থেকে বেরিয়েছে বহু জনপ্রিয় ধারাবাহিকের স্ক্রিপ্ট। সম্প্রতি লীনা গঙ্গোপাধ্যায়কে প্রশ্ন করা হয়েছিল, তরুণ প্রজন্মের যাঁরা টেলিভিশন সিরিয়ালে অভিনয় করতে চান তাঁদের জন্য কী টিপস দিতে চান তিনি? উত্তরে লীনা গঙ্গোপাধ্যায় বলেন, প্রথমেই টেলিভিশনকে (Television) ভালোবাসতে হবে। যে মাধ্যমে কাজ করছেন সেটা ভালোবাসতে হবে। শুধুমাত্র টাকার চাহিদায় টেলিভিশনে আসলে হবে না। টাকা একটি ফ্যাক্টর ঠিকই। তবে তাঁরা শুধুমাত্র টাকার জন্য কাজ করেন না।

আরো পড়ুন : Rahul-Prity: সন্তান জন্মের মাস ঘোরার আগেই সারপ্রাইজ, সদ্যোজাতর প্রথম ছবি শেয়ার করলেন রাহুল-প্রীতি

চারটি টিপস দিলেন লীনা গঙ্গোপাধ্যায়

লীনা গঙ্গোপাধ্যায় এরপর বলেন, টেলিভিশনে (Television) আসলে টেলিভিশন করার মানসিকতা নিয়েই আসতে হবে। টেলিভিশন, অভিনয়ের সঙ্গে যুক্ত থাকতে পারবে কিনা সেটা ভেবে আসতে হবে। তিনি বলেন, তাঁর হোয়াটসঅ্যাপে মেসেজ ভর্তি হয়ে রয়েছে। সকলেই একটা সুযোগ চায়। পেলে দেখিয়ে দেবে। লেখিকা বলেন, তরুণ বয়সে উত্তর দেওয়ার জেদ তৈরি হয়। তবে সেই উত্তর দেওয়ার জায়গা টেলিভিশন (Television) কিনা সেটা বুঝতে হবে বলে মন্তব্য করেন লীনা গঙ্গোপাধ্যায়।

আরো পড়ুন : Sreemoyee Chattoraj: কাঞ্চনই দিতে পারছেন না, ‘ঈশ্বরের কাছে কী চাইব!’ কীসের এত অভিমান শ্রীময়ীর?

লীনা গঙ্গোপাধ্যায় এও বলেন, টেলিভিশনে আসতে হলে সবদিক ঠিক রাখতে হবে। টেলিভিশনে কাজ করা মানে অশিক্ষিত হলে চলবে না। তাঁকে রাজ্য, দেশে, বিদেশে বর্তমানে কী কী চলছে সেসব বিষয়ে জ্ঞান থাকতে হবে। বর্তমানে অনেকেই শিক্ষিত ছেলেমেয়েরা টেলিভিশনে আসছে বলে মন্তব্য করেন লীনা গঙ্গোপাধ্যায়।

Television

প্রসঙ্গত, সিরিয়াল জগতের খুবই পরিচিত নাম লীনা গঙ্গোপাধ্যায়। বহু জনপ্রিয় ধারাবাহিকের চিত্রনাট্য লিখেছেন তিনি। তবে তাঁর সিরিয়ালের বিষয়বস্তু, গল্পের ধরণের জন্য বহুবার ট্রোলও হতে হয়েছে তাঁকে।


Niranjana Nag
Niranjana Nag

সম্পর্কিত খবর