সোশ্যাল মিডিয়া চালানো শেখানো উচিত স্কুলে , দাবি লীনা গঙ্গোপাধ্যায়ের

বাংলাহান্ট ডেস্ক: বর্তমানে সোশ্যাল মিডিয়া (Social Media) ছাড়া জীবন একরকম অচল। জরুরি কাজ থেকে বিনোদন সবেতেই অপরিহার্য অঙ্গ হয়ে উঠেছে সামাজিক যোগাযোগ মাধ্যম। কিন্তু সুযোগ সুবিধার আড়ালেই যে কত বড় বিপদ লুকিয়ে রয়েছে তার আঁচ অনেকেই পায় না প্রথমটায়। ফলত সাইবার ক্রাইমের বাড়াবাড়ি। বিশেষত কমবয়সিরা আরো বেশি করে রয়েছে বিপদের আওতায়। তাই সোশ্যাল মিডিয়া কীভাবে ব্যবহার করতে হয় সেটা স্কুলে শেখানো উচিত বলে মনে করেন লীনা গঙ্গোপাধ্যায় (Leena Ganguly)।

বাংলা সিরিয়ালের নামী চিত্রনাট্যকার লীনা গঙ্গোপাধ্যায়। পাশাপাশি তাঁর আরো একটি পরিচয় রয়েছে। তিনি রাজ্য মহিলা কমিশনের চেয়ারপার্সন। শনিবার জলপাইগুড়িতে রাজ্য মহিলা কমিশনের উদ্যোগে একটি বিশেষ অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন লীনা গঙ্গোপাধ্যায়। মহিলাদের মানসিক স্বাস্থ্য সম্পর্কিত অনুষ্ঠানটিতে সোশ্যাল মিডিয়ায় লুকিয়ে থাকা বিপদ গুলো নিয়ে আলোচনা করতে শোনা যায় লীনাকে।

Leena ganguly

তিনি বলেন, স্কুলপড়ুয়া ছাত্রছাত্রীরা এখন প্রায় সবকিছুতেই সোশ্যাল মিডিয়া ব্যবহার করছে। লকডাউনের সময়ে অনলাইন ক্লাস শুরু হয়েছিল। তখন কমবয়সিদের হাতে উঠেছে মোবাইল। সোশ্যাল মিডিয়ার সঙ্গে পরিচিতি বেড়েছে তাদের। কিন্তু কীভাবে এই প্ল্যাটফর্মগুলি ব্যবহার করতে হয় তা জানে না তারা।

সোশ্যাল মিডিয়ায় অপরিচিতদের ডাকে সাড়া দিয়ে বা ব্যক্তিগত তথ্য শেয়ার করে অনেক সময়েই বিপদ ডেকে আনে কমবয়সিরা। আরো ভয়াবহ কথা জানিয়েছেন লীনা। সোশ্যাল মিডিয়ায় অনেক সময় ফাঁদ পেতে রাখে নারী পাচারকারীরা। প্রেমের প্রস্তাবে সাড়া দিয়ে না জেনেই অচেনা অজানার উদ্দেশ্যে পা বাড়ায় তরুণীরা। এমন খবর আকছার প্রকাশ্যে আসে।

তাই লীনা গঙ্গোপাধ্যায়ের পরামর্শ, স্কুলে পঠনপাঠনের পাশাপাশি সোশ্যাল মিডিয়া নিয়েও সচেতন করা দরকার ছাত্রছাত্রীদের। কীভাবে সোশ্যাল মিডিয়া ব্যবহার করলে বিপদ এড়ানো যাবে সেটা শেখানো উচিত। সেই সঙ্গে সম্ভাব্য বিপদের দিকগুলো সম্পর্কেও পড়ুয়াদের সতর্ক করা উচিত বলে মন্তব্য করেন লীনা।


Niranjana Nag

সম্পর্কিত খবর