সিগারেটে সুখটান দিচ্ছেন মা কালী! ধর্মাবেগে আঘাতের অভিযোগে ছিছিক্কার, উঠল পরিচালককে গ্রেফতারের দাবি

Published On:

বাংলাহান্ট ডেস্ক: বারংবার হিন্দু ধর্মাবেগে আঘাত হানার অভিযোগ উঠছে বলিউডের বিরুদ্ধে। ওয়েব সিরিজ থেকে বড়পর্দা বাদ যাচ্ছে না কিছুই। আবারো ঘটল সেই একই ঘটনা। স্বতন্ত্র পরিচালক লীনা মণিমেকালাই (Leena Manimekalai) এর তথ‍্যচিত্র ‘কালী’র (Kaali) পোস্টার সামনে আসতেই ক্ষোভের আগুন জ্বলল নেটপাড়ায়।

গত শনিবার পোস্টারটি টুইট করেছিলেন পরিচালক। সেখানে দেখা গিয়েছে, মা কালী রূপী এক অভিনেত্রী সিগারেটে সুখটান দিচ্ছেন। তাঁর হাতে ধরা LGBT সম্প্রদায়ের পতাকা। টুইটটি ভাইরাল হতে এক মুহূর্তও সময় লাগেনি। নেটিজেনরা ক্ষোভে উন্মত্তপ্রায়।


হিন্দু দেবদেবীদের অপমান করার, কারোর ধর্মীয় ভাবাবেগে আঘাত দেওয়ার সাহস হয় কীকরে পরিচালকের? প্রশ্ন তুলেছেন নেটনাগরিকরা। পরিচালককে গ্রেফতারের দাবিতে টুইটারে ট্রেন্ডিংয়ে চলে আসে হ‍্যাশট‍্যাগ ‘অ্যারেস্ট লীনা মণিমেকালাই’।  কিন্তু এরপরেও পোস্টারটি সরাননি পরিচালক।

উলটে তিনি দাবি করেছেন, হ‍্যাশট‍্যাগ বদলে ‘লভ ইউ লীনা মণিমেকালাই’ করে দেওয়ার। তিনি লিখেছেন, ‘এক সন্ধ‍্যার ঘটনাবলীকে ঘিরে এই ছবির বিষয়বস্তু আবর্তিত হয়, যখন কালী টরন্টোর রাস্তায় আবির্ভূতা হন।’ কানাডাবাসী পরিচালকের আর্জি, পোস্টারটি দেখলে এবার থেকে গ্রেফতারি নয়, ভালবাসার সুর চড়াবেন।

https://twitter.com/LeenaManimekali/status/1543200394477805568?t=nCeHoYaDpAQ2lC7tZwQZWA&s=19

এখানেই শেষ নয়। আরেকটি টুইটে পরিচালক লিখেছেন, ‘আমার কিছুই হারানোর নেই। আমি একটা কণ্ঠস্বরের সঙ্গে থাকতে চাই যা কোনো ভয় ছাড়াই কথা বলে। যদি বিনিময়ে আমার জীবন দিতে হয় তাই দেব।’

কানাডার চলচ্চিত্র উৎসবে ইতিমধ‍্যেই দেখানো হয়েছে তথ‍্যচিত্রটি। তামিলনাড়ুর মেয়ে লীনা মণিমেকালাই এর আগেও বেশ কয়েকটি প্রশংসীয় ছবি পরিচালনা করেছেন। তবে এই তথ‍্যচিত্রটির ভবিষ‍্যৎ কী হবে তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

সম্পর্কিত খবর

X