বাংলাহান্ট ডেস্কঃ সামনেই বিধানসভা নির্বাচন। বাংলায় ক্ষমতা দখলের লড়াইয়ে বিজেপিকে মাত দিতে একজোট হয়েছে বাম (Communist Party of India)-কংগ্রেস (Indian National Congress)। এমনকি সেই দলে সম্প্রতি মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জিকেও আমন্ত্রণ জানিয়েছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী (Adhir Ranjan Chowdhury)। কিন্তু এদিকে নির্বাচনের আসন সংখ্যা নিয়ে গোল বেঁধে গেল বাম এবং কংগ্রেসের বৈঠকে।
দলকে ঠিকঠাক ভাবে গুছিয়ে নিতে এবং আসন নির্ধারন নিয়ে রবিবার এক বৈঠক হয় কংগ্রেস এবং বামেদের মধ্যে। কিন্তু মীমাংসা হওয়ার আগেই দেখা দিল মনোমালিন্য। এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন সিপিএম রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র, বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু, আরএসপির মনোজ ভট্টাচার্য, সিপিআইয়ের স্বপন বন্দোপাধ্যায় এবংব্লকের রাজ্য সম্পাদক নরেন চট্টোপাধ্যায়। অন্যদিকে সভাপতি অধীর রঞ্জন চৌধুরী, সাংসদ প্রদীপ ভট্টাচার্য এবং দলনেতা আব্দুল মান্নান।
বৈঠকে কংগ্রেস ১৩০ টি আসনের দাবি করলেই ঘটে বিপত্তি, কিছুতেই এদাবি মানতে নারাজ বাম পক্ষ। গতবার কংগ্রেসের ছিল ৯২ টি আসন। আর এবার আরও ৩০ টি বেশি আসন চাওয়ায় সেটা মানতে নারাজ বাম সমর্থকরা। একযোগে বিজেপি হারানোর প্রচেষ্টা শুরু করার আগেই, বেঁধে গেল বাম-কংগ্রেস দ্বন্ধ।
এই বৈঠকে কথা প্রসঙ্গে মেজাজ হারিয়ে ফেলেন অধীর রঞ্জন চৌধুরী। তিনি বলেছেন, আবারও মিটিং হবে, আলোচনা হবে। একটু তো সময় লাগবেই। তবে বৈঠকে কোন মিমাংসা না হওয়ায় আবারও ২৫ শে জানুয়ারি দ্বিতীয় বৈঠক হওয়ার বিষয়েও জানা গিয়েছে। সেইসঙ্গে আরও জানা গিয়েছে, এদিনের বৈঠকে উপস্থিত থাকবেন না অধীর রঞ্জন চৌধুরী।
এদিনের বৈঠকে বিমান বসু (Biman Bose) কংগ্রেসদের নির্দিষ্ট আসন তালিকা দেওয়ার প্রসঙ্গে বলেন, ‘মান্নান বাবু ও আমাদের সেলিম ফুরফুরা সহ যেসব জায়গায় বৈঠক করছেন অর্থাৎ বামেদের ১৬ দলের বাইরে যে জায়গাগুলো, সেখান থেকেও আসন ছাড়তে হবে। এভাবে তো আসন সংখ্যা বলা যায় না, আপনারা আসনের তালিকা দিন আমাদের’।