নিয়োগের নথি ছাড়াই সহকারী প্রধান শিক্ষিকা! বাম আমলের চিরকুটে চাকরির পর্দাফাঁস?

বাংলা হান্ট ডেস্কঃ তৃণমূল আমলে নিয়োগ দুর্নীতি (Recruitment Scam) নিয়ে রাজ্য জুড়ে তোলপাড়। শিক্ষক কেলেঙ্কারির দায়ে জেলবন্দি রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় সহ বহুজনা। দুর্নীতির জেরে চাকরিহারাও হয়েছেন অনেকে। আদালতে চলছে একাধিক মামলা। তবে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি বাম আমলেই (Left Era) প্রথম অবৈধ নিয়োগ হয়েছে। এবার মাননীয়ার সেই অভিযোগেই কার্যত সিলমোহর দিল গোঘাট হাই স্কুলের সহকারী প্রধান শিক্ষিকা (School Teacher) অনিতা মন্ডলের নিয়োগ।

স্কুল শিক্ষা দফতরের নির্দেশ অনুযায়ী জরুরী ভিত্তিতে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের নিয়োগপত্র নিয়ে ঘাঁটাঘাঁটি করতেই সামনে এল মাথা ঘুরে যাওয়া তথ্য। জানা গিয়েছে, বিদ্যালয়ের রেজুলেশনের বইতে উল্লেখিত হাইকোর্টের নির্দেশে ১৯৯৭ সালে ভূগোল বিষয়ের জন্য সহকারী শিক্ষিকা হিসাবে নিয়োগ হয়েছেন অনিতা মন্ডল। পরবর্তীতে তিনি গোঘাট হাই স্কুলে ২০০৫ সালে সহকারী প্রধান শিক্ষিকা পদে নিযুক্ত হন।

পরিচালন সমিতির সভাপতি নারায়ণ পাঁজা জানিয়েছেন, ১৯৯৭ সালে যখন অনিতা মণ্ডল তথাকথিত হাইকোর্টের নির্দেশে ইন্টারভিউয়ে বসেন এবং পরিচালন সমিতির প্যানেল অনুযায়ী শিক্ষিকা হিসাবে যোগদান করেন। পরে যখন তিনি গোঘাট হাইস্কুলে নিযুক্ত হন তখন হাইকোর্টের নির্দেশেই ইন্টারভিউ এর উপস্থিতির কপি জমা দিতে পারেননি বলে জানিয়েছেন। প্রয়োজনীয় নথি ছাড়াই কিভাবে স্কুলে সহকারী প্রধান শিক্ষিকা পদে চাকরি? উঠছে প্রশ্ন।

কলকাতা হাইকোর্টের নির্দেশের কপি নেই সহ-শিক্ষিকা নিয়োগের এদিকে বিদ্যালযের রেজুলেশনে উল্লেখ রয়েছে তার। জানা গিয়েছে, এই সহকারী প্রধান শিক্ষিকা অনিতা মন্ডলের দাদা স্বপন মন্ডল এক সময় সিপিআইএমের বড় নেতা ছিলেন। তিনি নিজেও অবসরপ্রাপ্ত প্রাথমিক শিক্ষক। পাশাপাশি তৎকালীন হুগলি জেলা প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি পদেও স্বপন মন্ডল ছিলেন বলে জানা গিয়েছে।

tmc and cpm

আরও পড়ুন: বাংলায় ঢুকে গেল বর্ষা, এবার টানা ঝড়-বৃষ্টির তোলপাড় এই জেলাগুলিতে: আবহাওয়ার খবর

অনিতা মন্ডলের ‘অবৈধ’ চাকরির খবর সামনে আসতেই ময়দানে নেমেছে তৃণমূল। চিরকুটে চাকরির অভিযোগ তুলে তৃণমূলের দাবি, স্বপন মন্ডল নিজের রাজনৈতিক প্রভাব খাটিয়েই নিজের দুই ছেলে, বোন অনিতা এবং ভাইকে চাকরিতে নিয়োগ পাইয়ে দিয়েছিলেন। যার বিরুদ্ধে এই অভিযোগ সেই স্বপন মন্ডল অবশ্য এই নিয়ে সংবাদমাধ্যমে কোনো প্রতিক্রিয়া দিতে চান নি। অন্যদিকে সমস্ত অস্বীকার করেছেন অভিযুক্ত সহকারী প্রধান শিক্ষক অনিতা মন্ডল বলেন,সমস্ত কিছুই ঠিকঠাক ভাবেই হয়েছে। নিয়োগে কোন দুর্নীতি হয়নি।


Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর