বাংলাহান্ট ডেস্ক : বিপ্লবী অভিবাদন। কাস্তে-হাতুড়ি-তারা আঁকা লাল পতাকা তুলে মুষ্টিবদ্ধ হাত আকাশে ছুঁড়ে বিপ্লবী অভিবাদন কমিউনিস্টের (Communist) বহুদিনের প্রথা। একই আজ বাংলার বাম নেতারা (Left Front), জাতীয় পতাকা (National Flag) তোলার পরে সেই একই ঢঙে অভিবাদন জানালেন।
আলিমুদ্দিন স্ট্রিটে সিপিএম (CPM) রাজ্য দফতরের ছাদে স্বাধীনতা দিবসের দিন জাতীয় পতাকা উত্তলন করলেন বামফ্রন্ট চেয়্যারম্যান বিমান বসু। এরপরই তিনি তিরঙ্গার উদ্দেশে নিজের মুষ্টিবদ্ধ হাত তুলে অভিবাদন জানান। বিমান বসুর (Biman Basu) দেখাদেখি দীপক দাশগুপ্ত, সুখেন্দু পাণিগ্রাহি, সূর্য মিশ্ররাও একই কাজ করেন। শহিদ বেদীতে মালা দেওয়ার পর বিপ্লবী অভিবাদনের দেখান সিপিএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমও।
পতাকার উচ্চতায় এদিন সিপিএম বোঝাতে চাইল, পার্টির চেয়ে দেশ অনেক বড়। সারা বছর আলিমুদ্দিনের ছাদে কাস্তে হাতুড়ি আঁকা লাল পতাকা ওড়ে। কিন্তু তার চেয়ে অনেকটা উঁচুতে উড়ল দেশের জাতীয় পতাকা।
প্রসঙ্গত, গতবারের মতো বিভ্রাট এবার আর হয়নি। গত বছর স্বাধীনতা দিবসে দেখা গিয়েছিল বিমান বসু দড়ি টেনে পতাকা তোলার সময়ে কিছুটা ওঠার পরই হুহু করে পতাকা নেমে আসতে শুরু করে। এই গন্ডগোল কোনমতে সামাল দিয়েছিলেন মহম্মদ সেলিম। এবার তেমন অস্বস্তিকর কিছুই হয়নি। গত কয়েক বছর ধরেই সিপিএম স্বাধীনতা দিবসে পার্টি দফতরে জাতীয় পতাকা তোলার কর্মসূচি পালন করছে। সেখানেও স্বাধীনতা দিবস উপলক্ষে নানা রকম কর্মসূচির আয়োজন করে বাম কর্তৃপক্ষ। এখন প্রশ্ন হলো কবে বাংলার রাজনীতিতে বামেরা আবার স্রোতে ফিরতে পারে?