বাংলাহান্ট ডেস্ক: এক বছর আগে বামেদের ব্রিগেড সমাবেশে ‘টুম্পা সোনা’র প্যারোডি (Parody) মনে আছে নিশ্চয়ই? বিধানসভা নির্বাচনের আগে প্যারোডি বাঁধার হুজুগ উঠেছিল বিভিন্ন রাজনৈতিক দলে। সেই প্যারোডি আবার ফিরে এল সিপিআইএমের দৌলতে। নিশানায় পরেশ অধিকারী (Paresh Adhikary) ও পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee)।
এসএসসি দুর্নীতি মামলায় প্রাক্তন শিক্ষামন্ত্রী ও শিক্ষা প্রতিমন্ত্রী এখন ঘন ঘন সিবিআই জেরার মুখে পড়ছেন। পরিস্থিতিকে কটাক্ষ করেই মজার সুর প্যারোডিতে। ‘চতুষ্কোণ’ ছবির জনপ্রিয় গান ‘বসন্ত এসে গেছে’র প্যারোডি ভার্সন বের করেছে বামেরা। নাম ‘পরেশ তো ফেঁসে গেছে’।
আসল গানের সুর একই রয়েছে। বদলে গিয়েছে শুধু কথা। সিবিআইকে এড়াতে মেয়েকে নিয়ে পরেশ অধিকারীর বর্ধমান স্টেশনে নেমে যাওয়ার ঘটনাকেও গানে গানেই খোঁচা দেওয়া হয়েছে। ‘তবু ডাকে মিহিদানা, সীতাভোগ গোপনে, টুক করে খেয়ে নেব, ট্রেন যেই থেমে গেছে, পরেশ তো নেমে গেছে।’ এমনি কথা প্যারোডি গানের।
সিপিআইএমের রাজ্য সম্পাদক মহঃ সেলিম নিজের ফেসবুক অ্যাকাউন্টে শেয়ার করেছেন এই অভিনব প্যারোডি। আর মুহূর্তেই তা ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। গান লিখেছেন এবং গেয়েছেন নীলাব্জ নিয়োগী ও রাহুল পাল।
উল্লেখ্য, এর আগে টুম্পা সোনার প্যারোডির কৃতিত্বও ছিল এই জুটির। তুমুল ভাইরাল হয়েছিল সেই প্যারোডি গান। স্রষ্টারা জানান, রাজ্যের মন্ত্রীদের কাজকর্ম থেকেই প্যারোডি বানানোর অনুপ্রেরণা পাচ্ছেন তাঁরা। মাত্র এক রাতেই তৈরি হয়েছে নতুন প্যারোডি। তবে টুম্পা সোনা ছিল নাচের ছন্দে। এবারে তাই অন্য রকম একটি গানকে বেছেছেন রাহুল নীলাব্জ।
প্রসঙ্গত, বিধানসভা নির্বাচনের আগে রাজনৈতিক দলগুলির ভোট প্রচারের অন্যতম হাতিয়ার হয়ে উঠেছিল ‘টুম্পা’। বামেদের দেখাদেখি টুম্পার প্যারোডি বানিয়েছিল বিজেপিও। পরেশ অধিকারীকে নিয়ে নতুন প্যারোডিও ভাইরাল হয়েছে ইতিমধ্যেই।