পুলিশ কর্মীকে বেধড়ক মার বামেদের, ছিঁড়ল উর্দি! প্রাণ বাঁচাতে রেস্তোরাঁয় আশ্রয় নিলেন তিনি

বাংলা হান্ট ডেস্কঃ চাকরি, শিক্ষা, শিল্পের দাবিতে নবান্ন অভিযান করেছিল বামদের যুব সংগঠন। আর সেই অভিযানে পুলিশের লাঠির ঘায়ে আহত যুব বাম নেতার মৃত্যু ঘটে। পুলিশের অত্যাচারের প্রতিবাদের আজ মৌলালিতে DYFI-SFI প্রতিবাদ কর্মসূচি পালন করে। আর সেই প্রতিবাদ কর্মসূচি ঘুরে ধুন্ধুমার কাণ্ড ঘটে।

পুলিশের সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়ে বামেদের যুবরা। পুলিশকে মারধর করে ছিঁড়ে ফেলে উর্দি। এই ঘটনার পরিপেক্ষিতে বামেদের যুব সংগঠনরা দাবি করেছে যে, পুলিশ তাঁদের উদ্দেশ্য করে কটূক্তি করেছিল। আর এরপরেই উত্তেজনা ছড়ায়।

প্রাপ্ত খবর অনুযায়ী, পুলিশকে বেধড়ক মারধর করে বামদের যুব নেতা-কর্মীরা। ছিঁড়ে যায় পুলিশের উর্দি। প্রাণ বাঁচাতে নিকটবর্তী রেস্তোরাঁয় গিয়ে আশ্রয় নেন ওই পুলিশ কর্মী। রক্তাক্ত অন-ডিউটি পুলিশ অফিসারকে রেস্তোরাঁ থেকে বের করার দাবি করে বামেদের যুব নেতা-কর্মীরা। ঘটনার চরম উত্তেজনা ছড়ায় এলাকায়।

আরেকদিকে, নবান্ন অভিযানে পুলিশের লাঠির ঘায়ে আহত হয়ে হাসপাতালে ভর্তির পর চিকিৎসা চলাকালীন মৃত্যু হওয়া যুব বাম কর্মীর প্রতি সমবেদনা জাহির করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, যেকোনো মৃত্যুই দুর্ভাগ্যজনক। আমি এই বিষয়ে সুজনবাবুর সঙ্গে কথাও বলেছিল। কিন্তু তিনদিন আগে হাসপাতালে ভর্তি হওয়ার পরেও পুলিশকে কেন জানানো হয়নি?

মুখ্যমন্ত্রী বলেন, মৃত বাম কর্মীর পরিবারকে সাহায্য আর চাকরি দেওয়ার জন্য প্রস্তুত আছি আমরা।


Koushik Dutta

সম্পর্কিত খবর