ফের লালে-লাল নদিয়া, তেহট্ট সমবায়ে ৭২-র মধ্যে ৬৬ আসনে জয়ী বামেরা! ধূলিসাৎ TMC-BJP

বাংলাহান্ট ডেস্ক : সামনেই পঞ্চায়েত নির্বাচন। তার আগে যেন পালে হওয়া লাগলো বাম শিবিরে। পলাশীপাড়ার সমবায়ের পর তেহট্ট (Tehatta) সমবায় নির্বাচনে লাল শিবিরের জয়জয়কার হল। এর আগেও অবশ্য তেহট্ট উপনির্বাচনে দূর্দান্ত ফলাফল করেছিল বামেরা। তবে এককথায় বলতে, এবার শাসক দলের (Trinamool Congress) বিরুদ্ধে নিরঙ্কুশ জয় এসেছে তাদের। অন্য দিকে, এই নির্বাচনে খাতাই খুলতে পারেনি রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি (Bharatiya Janata Party)।

সূত্রের খবর, তেহট্ট সমবায়ের ৭২ টি আসনের মধ্যে ৬৬-৬ ব্যবধানে জয়ী হন বাম প্রার্থী। সমবায় ভোটের ফলাফল প্রকাশ হতেই আনন্দে আত্মহারা হয়ে যান বাম কর্মী এবং সমর্থকেরা। লাল পতাকা উড়িয়ে, আবির মেখে তারা সন্ধ্যার পর বিজয় মিছিলেও হাঁটেন। সিপিএমের দক্ষিণ অঞ্চল কমিটির সম্পাদক সুবোধ বিশ্বাস বলেন, ‘‘অবাধ এবং শান্তিপূর্ণ ভোট হলে আগামী পঞ্চায়েত নির্বাচনের ফলাফল কী হবে তা তেহট্টের ভোটাররা দেখিয়ে দিলেন।’’

   

তবে, তেহট্ট সমবায়ের নির্বাচনে বামেদের এই নজরকাড়া সাফল্যকে অবশ্য বিশেষ গুরুত্ব দিতে নারাজ শাসক দল। তৃণমূল ব্লক সভাপতি বিশ্বরূপ রায়ের কটাক্ষ, ‘‘এই ফলাফল প্রত্যাশিত। নিজেদের পরিবারের সদস্যদের ভোটার করে সমিতি দখলের ব্লু-প্রিন্ট আগেই করে রেখেছিল বামেরা।’’ আর বিজেপির জেলা কমিটির সদস্য সৌমেন সরকারের কথায়, ‘‘আমরা প্রথম বার এই সমবায় নির্বাচনে প্রার্থী দিয়েছি। এটাই আমাদের কাছে বড় জয়।’’

সূত্রের খবর, রবিবার তেহট্ট বিধানসভা কেন্দ্রের তেহট্ট কৃষি উন্নয়ন সমবায় সমিতির পরিচালন সমিতির ভোটগ্রহণ পর্ব অনুষ্ঠিত হয়। সমবায়ের মোট ৭২টি আসনে ১,৭৯৯ জন ভোটার ছিলেন। বাম এবং তৃণমূল সবকটি আসনে প্রার্থী দিলেও গেরুয়া শিবিরের প্রার্থী সংখ্যা ছিল মাত্র ৩৪ জন। গণনা শুরু হতেই দেখা যায় একের পর এক আসনে এগিয়ে যাচ্ছে লাল পার্টি। অন্যদিকে, ৬টি আসন জয়ের পড়েই মুখ থুবড়ে পড়ে ঘাসফুল শিবির আর একেবারেই খাতা খুলতে পারেনি গেরুয়া বাহিনী।

cpim.1.697816 1

উল্লেখযোগ্য ভাবে তফসিলি সংরক্ষিত ১০টি আসনের ১০টিতেই বিরাট ব্যবধানে জয়ী হয়েছেন বাম প্রার্থীরা। প্রসঙ্গত উল্লেখ্য, ২০২১ সালের বিধানসভা ভোটে বামেদের হাতে একটি আসনও ছিল না। তবে পঞ্চায়েত ভোটের আগে সমবায়ের ফলাফলকে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত বলে দাবি করতে শুরু করেছেন নদিয়ার বাম নেতৃত্ব। সিপিএম নেতাদের দাবি, ত্রিস্তর পঞ্চায়েত ভোটের আগে এই ফল বাড়তি অক্সিজেন জোগাবে তাঁদের।

 

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর