বাংলা হান্ট ডেস্কঃ ফের বামেদের (CPIM) জয়জয়কার! লাল বাহিনীর দাপট অব্যাহত। নদিয়ার (Nadia) তেহট্টের সমবায় সমিতির ভোটে (Samabay Samity Vote) শাসকদল তৃণমূলকে হারিয়ে সংখ্যাগরিষ্ঠ আসন জিতেছে তারা। রবিবার পলাশিপাড়ার ধোপট্ট সমবায় কৃষি উন্নয়ন সমিতির ফলাফল ঘোষণা হতেই দেখা যায় নিরঙ্কুশ জয় পেয়েছে সিপিএম। উচ্ছাসে ফেটে পড়েন প্রার্থী সহ দলের সৈনিকরা।
৬৯ আসন বিশিষ্ট ধোপট্ট সমবায় সমিতির ভোটে সিপিএম সমর্থিত প্রার্থীরা ৪৯টি আসনে জয়লাভ করেন অন্যদিকে, তৃণমূলের প্রার্থীরা মাত্র ২০টি আসনে জয়ের মুখ দেখেন। সেখানে মোট ভোটার সংখ্যা ১ হাজার ৭৩৪ জন। বিপুল আসনে জয়ের পর সিপিএম এর বক্তব্য, লাগাতার তৃণমূলের বিরুদ্ধে উঠতে থানা দুর্নীতির অভিযোগের দরুন সাধারণ মানুষ তাদের ওপর থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন।
ধোপট্ট সমবায়ে জোর লড়াইয়ের পর জয়ী হন লাল বাহিনী। সিপিএম, তৃণমূলের মধ্যে লড়াই হলেও সূত্রের খবর, এই সমবায় সমিতিতে বিজেপি কোনো আসনেই প্রার্থী দেয়নি। তাতেই চক্রান্ত দেখছে তৃণমূল। তাদের অভিযোগ, বিজেপি প্রার্থী না দিলেও, সিপিএম প্রার্থীদের সমর্থন দিয়েছে।
রবিবার ভোটের ফলাফল ঘোষণার পর সিপিএমের এরিয়া কমিটির সম্পাদক সুবোধ বিশ্বাস বলেন, “এই জয় সাধারণ মানুষের জয়। দুর্নীতি ও অপশাসনের বিরুদ্ধে মানুষের মতামত। আসন্ন পঞ্চায়েত ভোটের পূর্বাভাস দিয়ে দিল এই ফল।”
অন্যদিকে, সিপিএমএর দাবি মানতে নারাজ ঘাসফুল বাহিনী। এই বিষয়ে তৃণমূলের ব্লক সভাপতি বিশ্বরূপ রায়ের বক্তব্য, “বিজেপি আর সিপিএম জুটি বেঁধে লড়েছে। তাই এই ফল। তবে এ ফলাফলকে বিশেষ গুরুত্ব দেওয়ার কিছু নেই। পঞ্চায়েত নির্বাচনে এর কোনও প্রভাবই পড়বে না।”