জাহির খান আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর থেকে আর সেই ভাবে কোন বিশ্বমানের বাঁহাতি পেসার পায়নি ভারতীয় দল। আর এই অভাবটাই বারেবারে ভারতীয় দলকে ভুগিয়েছে। যে কারণে ভারতীয় টিম ম্যানেজমেন্ট মরিয়া হয়ে উঠে পড়ে লেগেছে বাঁহাতি পেসার খোঁজার জন্য। সেই কারণে আসন্ন বাংলাদেশের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে খারাপ পারফরম্যান্স করা সত্ত্বেও বারেবারে খালিল আহমেদকে নিয়ে নানান পরীক্ষা-নিরীক্ষা করে ভারতীয় টিম ম্যানেজমেন্ট। কিন্তু সেই পরীক্ষায় উত্তীর্ণ হতে ব্যর্থ হয় খালিল আহমেদ। আগামী বছর অস্ট্রেলিয়ার মাটিতে অনুষ্ঠিত হতে চলেছে টি-টোয়েন্টি বিশ্বকাপ আর তার আগে কি করা উচিত ভারতীয় দলের এই প্রশ্নটাই এখন ঘোরাফেরা করছে ক্রিকেট মহলে।
এই ব্যাপারে প্রাক্তন ভারতীয় বাঁহাতি পেসার জহির খান বলেছেন যে এইভাবে তাড়াহুড়ো করে হঠাৎ করে কোনদিন বাঁহাতি পেসার খোঁজা যায় না। এর জন্য অপেক্ষা করতে হয় ধৈর্য ধরতে হয় সঠিক সময়ের। সঠিক সময় এলেই ভারতীয় দল বাঁহাতি পেসার পাবে। এই মুহূর্তে আবু ধাবিতে টি-১০ লিগ খেলতে ব্যস্ত ভারতীয় কিংবদন্তি পেসার জাহির খান।
বর্তমানে আবুধাবিতে থাকলেও ভারতীয় দলের এই সঙ্কট নিয়ে মুখ খুললেন জাহির খান। তিনি বলেন যে প্রতিটা ক্রিকেট দলই চাই যাতে তার দলে একজন বিশ্বমানের বাঁহাতি পেসার থাকে, তাতে আক্রমণের ঝাঞ্জ বারে সেই সাথে অধিনায়ক এর কাছে বাড়তে অপশন থাকে। কিন্তু এভাবে হঠাৎ করে তো একদিনে বাঁহাতি পেসার খুঁজে পাওয়া যায় না। তার জন্য অপেক্ষা করতে হয় সঠিক সময়ে সঠিক ছেলেকে খুঁজে বার করতে হয় যার মধ্যে রয়েছে সত্তিকারের প্রতিভা।
সেই সাথে জাহির খান বলেন যে এই মুহূর্তে ভারতীয় দলে বিশ্বমানের পেস বোলার জাসপ্রিত বুমরাহ রয়েছেন, তাই এখন বাঁহাতি পেসার নিয়ে বাড়তি চিন্তা না করে বুমরাহের দিকে লক্ষ্য দেওয়া উচিত টিম ম্যানেজমেন্টের। বুমরাহ যাতে পুরোপুরি ভাবে সুস্থ থাকে এবং নিজের ফিটনেস যাতে আরও বাড়াতে পারে সেদিকে লক্ষ্য রাখা উচিত।