বাংলা হান্ট ডেস্ক : দীর্ঘ কয়েক বছর পর আবারও বিতর্কিত মন্তব্য করে বিতর্কে জড়ালেন কানহাইয়া কুমার। এ বার এনআরসি নিয়ে মন্তব্য করে এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়িয়ে কানহাইয়া কুমারের বক্তব্যের জেরে ক্ষোভ প্রকাশ করলেন বাম নেতা সমর্থকরা। সামাজিক মাধ্যমে তাঁর বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিলেন অনেকেই। একই সঙ্গে তাঁর রাজনৈতিক অভিজ্ঞতা নিয়েও উঠেছে প্রশ্ন।
শুক্রবার, বাঘা যতীন অ্যাথলেটিক ক্লাবের একটি সভায় উপস্থিত হয়ে বক্তব্য রাখতে গিয়ে কানহাইয়া কুমার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এনআরসি নিয়ে পদক্ষেপকে সদর্থক বলে উল্লেখ করেন একই সঙ্গে তাঁরাও এনআরসি বিরোধী জানিয়ে আন্দোলন চালাচ্ছে বলে জানান। যদিও এখানেই থেমে থাকেননি কয়েক কদম এগিয়ে মুখ্যমন্ত্রীর পাশে দাঁড়িয়ে যদি তিনি এনআরসি বিরোধী লড়াই করতে চান তাহলে তাঁকে স্বাগত জানানো হবে বলেও জানান সিপিআই নেতা।
কানহাইয়া কুমারের এই মন্তব্যের জেরেই কার্যত তাঁর বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েছেন বাম কর্মী সমর্থকরা ইতিমধ্যেই সামাজিক মাধ্যমে তাঁর সমালোচনা করে তির্যক মন্তব্য ছুড়ে দিয়েছেন কেউ কেউ, আবার অনেকেই রাজ্যে বিজেপির আগ্রাসী মনোভাবের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেই দায়ী করেন। অনেকে আবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং বিজেপির পক্ষে যারা রয়েছে তারা আমাদের বিপক্ষে বলে মন্তব্য করেছেন কেউ কেউ।
অন্যদিকে রবিবার দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরে এনআরসি বিরোধী মঞ্চে উপস্থিত হয়ে বিজেপি সরকারকে বিঁধেছেন কানহাইয়া কুমার। কী ভাবে এনআরসি নিয়ে মানুষকে ভুল বোঝানো হচ্ছে তা নিয়ে মন্তব্য করে সকলকে একজোট হওয়ার বার্তা দিয়েছেন তিনি। সকলে যদি একজোট হয়ে লড়াই করেন সে ক্ষেত্রে এনআরসি লাগু হবে না এমন মন্তব্য করেছিলেন তিনি।