রেকর্ড গড়ে বই বিক্রি বামেদের! বইমেলায় বেস্ট সেলারের লিস্টে দীপ্সিতা ধর, উচ্ছ্বসিত আলিমুদ্দিন

বাংলা হান্ট ডেস্ক : দুর্গাপুজোর পর এবার কলকাতা বইমেলাতেও (Kolkata Book Fair) অব্যাহত রইল একই ধারা। রেকর্ড গড়ে বিক্রি হল বামেদের বই। প্রায় দু’সপ্তাহ ধরে রোজই বইমেলার ৫১৬ নম্বর স্টলে উপচে পড়েছিল বইপ্রেমীদের ভিড়। ছাত্র যুবরা ছিলই, বহু সেলিব্রিটিদেরও দেখা গিয়েছে বামেদের ছাত্রসংগ্রাম স্টলে ভীড় জমাতে। বইয়ের পাশাপাশি দেদার বিক্রি হয়েছে চে গুয়েভারার টুপি, ছবি আংকা টি শার্ট সহ নানা স্লোগান লেখা মেমেন্টোও। এই সাফল্যে রীতিমতো খুশি সিপিআইএম-র এর ছাত্র সংগঠনের সদস্যরা। জানা যাচ্ছে, সবচেয়ে বেশি বিক্রি হয়েছে দীপ্সিতা ধরের (Dipsita Dhar) লেখা বই।

সল্টলেক সেন্ট্রাল পার্কের বইমেলা গ্রাউন্ডের (Salt Lake Central Park Book Fair Ground) নয় নম্বর গেটের কাছে বামেদের এই স্টলে প্রায় প্রতিদিনই ভীড় উপচে পড়তো। বাম ছাত্রযুবদের দাবি গতবারের বিক্রির রেকর্ডকে ছাপিয়ে এ বছর অসংখ্য মানুষ এসেছেন তাঁদের স্টলে। শুধু বই নয়, এর পাশাপাশি এবারে স্টলের বিশেষ আকর্ষণ ছিল টিশার্ট, টুপি, কফি মগ, পোস্টার, বুকমার্কও। যার চাহিদাও তরুণ-তরুণীদের মধ্যে লক্ষ্য করা গিয়েছে।

এসএফআই রাজ্য সহ সম্পাদক এবং ছাত্রসংগ্রাম পত্রিকার সম্পাদকমণ্ডলীর সদস্য শুভজিৎ সরকার বলেন, ‘চলতি বছরে পাঁচ লক্ষ টাকারও বেশি বই বিক্রি হয়েছে। এবারের বইমেলায় বামপন্থী মানুষজন ছাড়াও বহু অংশের সাধারণ মানুষ বই এবং অন্যান্য সামগ্রী সংগ্রহ করছেন আমাদের স্টল থেকে। মতাদর্শের চর্চা এগিয়ে যাবে, আগামী বইমেলায় আরও নতুন রেকর্ড তৈরি করবে ছাত্রসংগ্রামের স্টল।’ এই আত্মবিশ্বাস দেখা যাচ্ছে এসএফআই-র প্রতিটি সদস্যের চোখেই।

sfi 2

এ বছরের বইমেলায় ছাত্রসংগ্রাম স্টলে একাধিক বইয়ের চাহিদা ছিল মারাত্মক। তার মধ্যে সবচেয়ে বেশি বিক্রি হয়েছে ‘ঐতিহ্য উত্তরাধিকার’ বইটি। শুভজিৎ সরকারের জানান, ‘ঐতিহ্য উত্তরাধিকার ১৯৮৬ সালে প্রথম প্রকাশিত হয়েছিল। তারপর বহুবার এটি নতুন করে মুদ্রিত হয়েছে। এই পুরনো বইটিই আবার রিপ্রিন্ট করা হয়েছে। এরই সঙ্গে অনেক বিক্রি হয়েছে দীপ্সিতা ধরের (Dipsita Dhar) লেখা এডুকেশন অর এক্সক্লুশন বইটি।’

এদিন নিজের ফেসবুক পেজে এসএফআই-এর রাজ্য সাধারণ সম্পাদক সৃজন ভট্টাচার্য (Srijan Bhattacharya) লেখেন, ‘বইমেলা শেষ। ছাত্রসংগ্রাম স্টল থেকে রেকর্ড বই বিক্রির হিসেব পাওয়া যাচ্ছে। অভিনন্দন সমস্ত কমরেডকে। পুরো ছাত্রসংগ্রাম টিম, বিভিন্ন জেলার কর্মীরা যারা এবছর ছাত্রসংগ্রামের কাজে নিয়োজিত ছিল। পড়া ও লড়া দীর্ঘজীবী হোক।’ এভাবে রেকর্ড বিক্রির খবরে উৎসাহিত বাম নেতৃত্বও।

Avatar
Sudipto

সম্পর্কিত খবর