মকর সংক্রান্তিতেই…! জেলবন্দি পার্থকে নিয়ে বড় খবর! তোলপাড় রাজ্য

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ নিয়োগ দুর্নীতি মামলায় (Recruitment Scam) গ্রেফতার হয়েছেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee)। বিগত প্রায় আড়াই বছর ধরে জেলের চার দেওয়ালের মধ্যে জীবন কাটছে তাঁর। একাধিকবার জামিনের আবেদন জানিয়েও সুরাহা হয়নি। এবার তাঁকে নিয়েই সামনে আসছে বড় খবর।

জেলবন্দি পার্থকে (Partha Chatterjee) নিয়ে বড় খবর!

জামিন চেয়ে এর আগে সুপ্রিম কোর্টের (Supreme Court) দ্বারস্থ হয়েছিলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী। সেই সময় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তথা ইডির তরফ থেকে সেই আবেদনের বিরোধিতা করা হয়। কেন্দ্রীয় এজেন্সির তরফ থেকে দাবি করা হয়, অভিযুক্ত পার্থ যদি জামিন পেয়ে বাইরে বেরোন, তাহলে কয়েকজন সাক্ষীর প্রাণসংশয় হওয়ার সম্ভাবনা রয়েছে। তখন শীর্ষ আদালতের তরফ থেকে নির্দেশ দেওয়া হয়, প্রাথমিক নিয়োগ দুর্নীতিতে ইডির মামলায় বিচারপর্ব শুরু করে জানুয়ারি মাসের মধ্যেই সাক্ষ্যগ্রহণ সম্পন্ন করতে হবে।

সুপ্রিম কোর্টের নির্দেশ মতো মঙ্গলবার থেকে প্রাথমিক নিয়োগ দুর্নীতিতে ইডির মামলায় পার্থর (Partha Chatterjee) বিচারপর্ব শুরু হতে চলেছে। বিচারভবনে ইডির বিশেষ আদালতে রুদ্ধদ্বার কক্ষে হবে সাক্ষ্যগ্রহণ। আজ একজনের সাক্ষ্যগ্রহণ হবে বলে খবর। এরপর আগামী ২০ জানুয়ারি এবং ২৭ জানুয়ারি আরও দু’জনের সাক্ষ্যগ্রহণ করবে আদালত।

আরও পড়ুনঃ জুনিয়র চিকিৎসকরা আর করতে পারবেন না ‘এই’ কাজ! নয়া নির্দেশিকা জারি হতেই শোরগোল

জানা যাচ্ছে, ইডির (Enforcement Directorate) তরফ থেকে আদালতে ৩জন সাক্ষীর তালিকা জমা দেওয়া হয়েছিল। তাঁদের মধ্যে থেকে আজ একজনের সাক্ষ্যগ্রহণ করবে আদালত। এর আগে সল্টলেক সিজিও কমপ্লেক্সে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের দফতরে গিয়ে পার্থর বিরুদ্ধে নিজের বক্তব্য জানিয়েছিলেন ওই ব্যক্তি। জানা যাচ্ছে, তিনি পেশায় ব্যবসায়ী। তাঁর নাম প্রাথমিক নিয়োগ দুর্নীতিতে ইডির মামলার চার্জশিটে সাক্ষীর লিস্টে যুক্ত করা হয়। একইরকমভাবে বাকি দু’জন সাক্ষীর নামও চার্জশিটে সাক্ষীর তালিকায় রয়েছে বলে খবর।

Recruitment scam case Court said this about Partha Chatterjee bail angry with Enforcement Directorate role

সূত্র মারফৎ জানা যাচ্ছে, আজ প্রথমে সংশ্লিষ্ট সাক্ষী বিচারভবনে ইডির বিশেষ আদালতের কাছে নিজের বক্তব্য রাখবেন। পরবর্তীতে অভিযুক্তর আইনজীবীরা সাক্ষীকে ‘ক্রস’ করতে পারেন। আজ এই মামলার অভিযুক্তদের আদালতে হাজিরা দিতে হবে বলে খবর।

উল্লেখ্য, সম্প্রতি প্রাথমিক নিয়োগ দুর্নীতিতে ৫৪ জন অভিযুক্তের বিরুদ্ধে চার্জ গঠন করা হয়েছে। এর মধ্যে প্রথম দিনেই মামলার অন্যতম অভিযুক্ত পার্থ (Partha Chatterjee) সহ ৬ জনের বিরুদ্ধে চার্জ গঠন করা হয়। আজ বিচারভবনে ইডির বিশেষ আদালতে শুরু হচ্ছে পার্থর বিচারপর্ব।

Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর

X