বাংলা হান্ট নিউজ ডেস্ক: চলতি মরশুমে ইস্টবেঙ্গলের অবস্থা একেবারেই সুবিধার নয়। এখনও অবধি পাঁচটি ম্যাচ খেলে ফেলেছে তারা চলতি আইএসএল প্রতিযোগিতায়। কিন্তু সেই ৫টি ম্যাচের মধ্যে ৪টি ম্যাচেই হারের মুখ দেখতে হয়েছে তাদের। সেইসঙ্গে রয়েছে চির প্রতিদ্বন্দ্বী এটিকে মোহনেরবাগানের বিরুদ্ধে ২-০ ফলে হারের জ্বালা।
চলতি মরশুমে অনেক আশা করে তিন ব্রাজিলিয়ান ফুটবলারকে সই করিয়েছিল এভাবে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট। গত দুই মরশুমের ব্যর্থতা কাটিয়ে অ্যালেক্স লিমা, এলিয়ান্দ্রো এবং সিলভারা ওয়েস্ট বেঙ্গলকে নিজেদের পুরনো গৌরব ফিরিয়ে দেবেন এমনটাই প্রত্যাশা করেছিলেন সমর্থকরা। কিন্তু প্রথম দুজন এতটাই আনফিট যে তারা ৯০ মিনিট মাঠে নামারই উপযুক্ত নন। অপরজনের অবস্থাও একেবারেই সঙ্গিন। তাদের চেয়ে অনেক বেশি বয়স্ক হলেও এখনো তাদের চেয়ে অনেক বেশি ফিট এক ব্রাজিলিয়ান এই মুহূর্তে কলকাতায় উপস্থিত রয়েছেন যার পায়ের ঝলক মোহামেডান স্পোর্টিং মাঠে আজকে দেখতে পেল গোটা কলকাতা।
কলকাতা পুলিশ ফ্রেন্ডশিপ কাপের উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে ভারতে রয়েছেন ৫২ বছর বয়সী বিশ্বকাপজয়ী ব্রাজিলিয়ান ফুটবলার কাফু। তিনি আজ একটি প্রদর্শনী ম্যাচ খেলতে গিয়ে যা ফিটনেস এবং স্কিলের ঝলক দেখালেন, তাতে ঈস্টবেঙ্গলের ব্রাজিলিয়ান ব্রিগেড রীতিমতো লজ্জায় পড়ে যাবে। এদিন বেঙ্গল পিয়ারলেস অল স্টার বনাম কলকাতা পুলিশ অল স্টারের মধ্যে প্রদর্শনী ম্যাচে গোল করলেন কাফু, তারপরে আবার গোল করালেনও।
আজ কাফুর বিরুদ্ধে মাঠে নেমেছিল পিয়ারলেসের বেশ কিছু বর্তমান ফুটবলাররা। এছাড়া রহিম নবি, লিয়েন্ডার পেজ এবং মনোজ তিওয়ারিও মতো খ্যাতনামা ভারতীয় ক্রীড়াবিদরাও এই ম্যাচের অংশ ছিলেন। খেলার পাশাপাশি তরুণ ফুটবলারদের সেলফি ও অটোগ্রাফের আবদারও মেটালেন কাফু।
আসন্ন বিশ্বকাপে ভালো ফলাফল করতে নেইমারের উপর কতটা নির্ভর করবে ব্রাজিল এই প্রশ্নের জবাবে কাফু জানান যে তার দেশ শুধুমাত্র একজন ফুটবলারের উপর নির্ভর করে কোনদিনই মাঠে নামবে না। ব্রাজিল বিশ্বকাপে ভালো বা মন্দ, যেমনই পারফরম্যান্স করুক না কেন তারা যে টিম গেম খেলবে সেটা একবার পরিষ্কার করে দিলেন এই বিশ্বকাপ জয়ী ফুটবলার। সেই সঙ্গে ভারতীয় ফুটবল কে ভবিষ্যতে বিশ্বকাপে দেখার জন্য আগাম শুভেচ্ছা জানিয়ে গেলেন তিনি।